সাধুনাগ মহাশয় আশ্রমের নবগঠিত কমিটির পূণর্মিলনী
Published: 22nd, July 2025 GMT
সাধুনাগ মহাশয় আশ্রমের নবগঠিত কমিটির পূণর্মিলনী গত ১৯ জুলাই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান সাধুনাগ মহাশয় আশ্রমের নবগঠিত আশ্রম কমিটির পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি ননী গোপাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ভবানী শংকর রায়, মানস দাস ও সত্যজিত ভৌমিক টুটুল।
সভায় বক্তারা সাধুনাগ মহাশয় আশ্রমের তাৎপর্যের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে নবগঠিত কমিটি সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে এই আশ্রমকে দেশ বিদেশের পূর্ণার্থীদের মিলন মেলায় পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় আসন্ন শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য গোবিন্দ ঘোষকে আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় ১০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ২০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম প্রকাশ করা হয়। উপস্থিত সকলেই করতালির মাধ্যমে কমিটিকে স্বাগত জানায়।
নবগঠিত নাগবাড়ী কমিটিতে রয়েছেন, সভাপতি ননী গোপাল সাহা, সহ-সভাপতি শংকর সাহা, মানস দাস, সুজন সাহা, শ্যামল সাহা, বিপ্লব সাহা, সমীর কর্মকার, কাজল দত্ত , বাবুল সাহা, গোপাল সাহা, সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, সহ-সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা, সঞ্জিত সাহা, প্রদিপ ঘোষ মরন, এড.
সদস্যরা হলেন-কমলেষ সাহা, বিপুল কান্তি সাহা, সৌরভ সাহা অভি, স্বপন গোপ, নবনিত সাহা, প্রদীপ কুমার দন্ড, নির্মল দে, প্রদীপ নন্দি, হিমাদ্রী সাহা, বিশ্বজিৎ সাহা, তাপস সাহা, প্রনব কৃষ্ণ রায়, পাপ্পু ভট্টাচার্য্য, রনবির সাহা, রাজীব রায়, সত্যজিত পাল, দীলিপ মন্ডল, এড. ইন্দ্রজিত দিপক, শ্যামল দত্ত, অভয় রায়, নয়ন সাহা, এড. রঞ্জিত, সুজন দাস, খোকন সাহা, কার্তিক ঘোষ, প্রদীপ সরকার, রতন সাহা, সুব্রত কুমার সাহা, তপন গোপ, রঞ্জিত মন্ডল, প্রবীর বোস মনা, নির্মল সাহা, রিপন পোদ্দার, গৌতম কুমার সাহা, হরিপদ বিশ্বাস, বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ রায়, অজয় পোদ্দার, তপু বিশ্বাস, শিব শংকর মোদক, জয়দেব সাহা, বিশ্বজিৎ রায়, রতন সাহা, খোকন সাহা, চন্দন পাল, অমল মন্ডল (অমর), রতন সাহা, শিবু দাস, খোকন সাহা, রিপন দাস, রতন সাহা, রিপন সাহা, অন্তু রায়, জয় চৌধুরী, লিটন চন্দ্র সাহা, অজিত দে, রাজু ঘোষ, সুজিত হালদার, প্রাণ বল্লভ দাস, ছোটন পাল, অর্জুন দাস, নুপুর দাস, ৬৩. অয়ন কর্মকার, অপু মন্ডল, প্রণয় চন্দ, স্বরূপ সাহা, কিশোর সাহা, জয় সাহা, নয়ন কর্মকার, নিরব সাহা, অন্তু সাহা, গৌরাঙ্গ মোদক, লিটন বনিক, অভিষেক সাহা, শ্যামল শীল, সঞ্জয় ঘোষ, উত্তম দাস, রিপন দাস।
উপদেষ্টা পরিষদের রয়েছেন স্বামী দেবধ্যানানন্দজী মহারাজ, স্বামী একনাথানন্দজী মহারাজ, বাসুদেব চক্রবর্তী, সরোজ সাহা, পরিতোষ কান্তি সাহা, প্রবীর সাহা, অমল পোদ্দার, অধ্যাপক জীবন কৃষ্ণ মোদক, অধ্যাপক গোপিনাথ দত্ত, তপন সাহা, নারায়ণ চন্দ্র দেব, গোপাল মিত্র, অসিত বরণ বিশ্বাস, ভবানী শংকর রায়, শঙ্কর কুমার দে, জয় কে রায় চৌধুরী বাপ্পি, নারায়ণ সাহা, প্রদীপ সরকার, ভজন মন্ডল, এড. শ্যামল বিশ্বাস।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ রতন স হ কম ট র সদস য
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।