নারায়ণগঞ্জে হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষেপবিত্র মহরম মাস উপলক্ষে পাক পাঞ্জাতন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা তুজ জোহরা, হযরত আলী (রা.), ইমাম হাসান (রা.) ও হোসাইন (রা.) স্মরণে এবং  সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়  দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন হযরত ওয়ায়েস করনী (রা.

) ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চাঁনমারি আর্মি মার্কেট এলাকায় হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মহরমের গুরুত্ব ও শিক্ষা তুলে ধরে আলোচনা করা হয়েছে। 

কারবালার এই আত্ম ত্যাগের মহান ইতিহাস মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। মহরম মাস শান্তি, ধৈর্য ও আত্মশুদ্ধির মাস।

মিলাদ মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং ব্যক্তিগত কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরিশেষে আগত মুসল্লি ও এলাকার দরিদ্র অসহায়দের মাঝে তাবারুক বিতরণ করা হয়। এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন- এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফেজ ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম জজ আদালতের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম টিটু, বিজয় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি গাজী মোঃ সোহেল, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হুমায়ূন কবির সোহাগ, নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের সভাপতি আনিছুল হক হিরা, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সমাজসেবক বশির সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ১৯৯৪ সালে হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সাল থেকে প্রতি বছর মহররম মাস আসলেই পবিত্র আশুরা শরীফ পালন করা হয়।

মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুকের আয়োজন করে থাকি।এবং বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক জনসেবামূলক কর্মকান্ড করে থাকি। সবার দোয়া কামনা করছি।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ র ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব 

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

আরো পড়ুন:

মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা

শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

তিনি বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।”

প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম।”

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”

প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। খবর বাসসের। 

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির 
  • মিথ্যা প্রচার দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল
  • বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির রুমন চক্রবর্তী
  • ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
  • ইসমাইল হোসেন (মুরুব্বী) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 
  • যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি
  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
  • সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব