নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এদেশের জনগণের দল বিএনপি। বিএনপি ও নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রে দেশি-বিদেশি চক্রান্ত রয়েছে।

আর সেই ষড়যন্ত্রে পা দিয়েছে নতুন একটি চিলড্রেন পার্টি ওই এনসিপি নাগরিক পার্টি। এবং তার সাথে হাত মিলেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন চরমোনাই। তারা চায় বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করতে যাতে বাংলাদেশ বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর উপজেলা বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ধামগড় ইউনিয়নের ভাংতি নয়ামাটি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, একটি কথা পরিষ্কার করে বলতে চাই যারা আজকে বিএনপি দিকে চোখ রাঙ্গাচ্ছেন এবং কথা বলছেন তাদেরকে বলে দিতে চাই আপনাদের সম্মিলিত শক্তি জোর কতটুকু সেটা কিন্তু এই বাংলাদেশের মানুষ জানে।

সুতরাং আপনারা সাবধান হন আপনারা দেশ ও নির্বাচনে বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। নির্বাচন অংশগ্রহণ করুন যদি এদেশের মানুষ আপনাদেরকে ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতা গ্রহণ করুন আমাদের কোন সমস্যা নাই।

আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় বলেছেন যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠয় দুইশরও বেশি আসন পায় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না। যারা বিগত ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে ২৪শে জুলাই তো ছিলে তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করবে।

আগামীতে বাংলাদেশকে একটি উচ্চ শিখর ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবেন। এটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করছি। 

ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.

মহসিন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, বন্দর উপজেলা বিএনপির সদস্য মোমেন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ- সভাপতি কবির হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ র স ষড়যন ত র সদস য

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত  রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। 

বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।

পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩),  নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত খোরশেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির
  • বিদেশ যেতে কেন বাধা দেওয়া হল, প্রশ্ন মিলনের