জুলাইয়ে দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন দেশ গড়ব : ডিসি
Published: 26th, July 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরে ছিল এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই।
এবং তাদের মধ্যে যে দেশ প্রেম ছিল। সেই দেশপ্রেমে যেন আমরা অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন দেশ ও সমাজ গড়ার স্বপ্ন দেখি। আর সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি।
শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠন” এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যদি বৈষম্যহীন সমাজ বাস্তবায়ন করতে পারি তাহলে এই মাস ব্যাপী পুনর্জাগরণ সফল হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানে যাদের রক্ত ঝরেছে, সেই রক্তের প্রতিদান পরিষোধ হবে। পাশাপাশি আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে, একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লাখো কন্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে সকাল ১০ টায় সারাদেশের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ শপথ পড়ান।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
যে মামলায় আসামি করা হয়েছিল বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়েছিল।