এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সূচি ঘোষণা করে এসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি' গ্রুপে। লিটন দাসদের অন্য তিন প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর ‘এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় এসিসির সভা হয়। মিটিং শেষে অবশ্য সূচি জানানো হয়নি। দুইদিন পর সূচি প্রকাশ করে সংস্থাটি। সেই মিটিংয়ে উপস্থিত হয়নি ভারত। তবে তার প্রভাব পড়েনি খেলাতে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। 

ঢাকা/রিয়াদ/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ