ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জি। কিছুদিন আগে তার কন্যা সাইনা চ্যাটার্জি ডল অভিনয়ে পা রেখেছে। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে।
এবার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে ‘লাজবন্তী’ চরিত্রে অভিনয় করছেন। শহুরে বনলতা আর গ্রামের ‘লাজবন্তী’ এর জীবন রাতারাতি বদলে যায়। এতে লাল টুকটুকে বেনারসিতে বধূবেশে দেখা গেল সাইনাকে। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে এই অভিনেত্রী।
অভিষেক-সংযুক্তা চ্যাটার্জি দম্পতির কন্যা সাইনা চ্যাটার্জি ডল বলেন, “নিজেকে এমন রূপে দেখতে খুব ভালো লাগছে আমারও। লাজবন্তী একদিকে যেমন খুব সরল, সাদাসিধে মেয়ে। তেমনই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ স্বভাবের। সকলকে একসঙ্গে নিয়ে চলতে পছন্দ করে। ওর মন এতটাই ভালো যে দর্শকও ভালোবাসতে বাধ্য। খুব সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে।”
আরো পড়ুন:
আমাকে বিব্রত-বিরক্ত করে আপনাদের কী উপকার, প্রশ্ন এডলফের
‘এআই এডিটেড ভিডিও সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে’
‘লাজবন্তী’ চরিত্রের মাঝে নিজেকে খুঁজে পান সাইনা। তার ভাষায়—“আমি মানুষের সঙ্গে মিশতে ভীষণ ভালোবাসি। কারো সঙ্গে কথা বলতেই আমার দ্বিধাবোধ হয় না। আমরা দু’জনেই যেকোনো বিষয় নিয়ে খুব এক্সাইটেড হয়ে যাই।”
বাবার সঙ্গে তুলনা করতে নারাজ সাইনা। তার মতে, “একদমই বলব না আমি বাবার মতো। কারণ আমি মনে করি আমায় অনেক ইমপ্রুভ করতে হবে। বাবার মতো হতে পারা তো আকাশছোঁয়া। তবে লীনা আন্টির সঙ্গে যেহেতু কাজের সুযোগ পেয়েছি তাই চেষ্টা করব বাবার বলা বিশেষ কথাগুলো ফুটিয়ে তোলার। বাবা যেকোনো কাজে নিজের শতভাগ দিতেন। আমাকেও সেটাই শিখিয়েছিলেন।”
খানিকটা ব্যাখ্যা করে সাইনা বলেন, “বাবা সবসময় বলতেন, একজন অভিনেতার সবচেয়ে বেশি প্রয়োজন নিজের কাজের প্রতি সৎ হওয়া। সত্যি বলতে, বাবা পর্যন্ত পৌঁছাতে এখনো অনেকটা সময় লাগবে আমার। আমি যদি কখনো অনেক অ্যাওয়ার্ড পাই বা বলিউড, হলিউডেও চলে যাই, তাও বলব, বাবার মতো হওয়া অত সহজ নয়।”
চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে সাইনা বলেন, “আমি মনে করি, আমার এখনো অনেক কিছু শেখার বাকি। তাই ভালো কাজ করাই একমাত্র লক্ষ্য।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র ল জবন ত
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫