আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: শ্রম সচিব
Published: 31st, July 2025 GMT
আন্তর্জাতিক শ্রমমান ও বিভিন্ন কনভেনশন অনুযায়ী শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ও এইচ অ্যান্ড এম এর প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।
শ্রম সচিব বলেন, “বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ বিদ্যমান শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শিশুশ্রম নিরসন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে।”
“আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে শ্রম আইন সংশোধনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে,” বলেও জানান তিনি।
এইচ অ্যান্ড এমসহ অন্যান্য ব্র্যান্ড বায়ারদের কাছে প্রত্যাশা অনুযায়ী ফেয়ার প্রাইজ এর বিষয়টি নিশ্চিত করার জন্য শ্রম সচিব অনুরোধ জানান।
ইউ চেম্বার ও এইচ অ্যান্ড এম এর প্রতিনিধিরা আন্তর্জাতিক শ্রমমান, আইএলওর প্রত্যাশা, ন্যূনতম মজুরি, লিভিং ওয়েজ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের পরামর্শ দেন।এছাড়া, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন ও শ্রম আইন সংশোধন প্রক্রিয়ায় অংশীদারদের মতামত অন্তর্ভুক্তির জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//