এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রথা অনুযায়ী এশিয়া কাপের পরিকল্পনা করছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা যায়। বড় কোনো আয়োজনের আগে আয়োজকরা সূচি, ভেন্যু ও সময় একই দিনে, একই সময়ে ঘোষণা করেন।

এবারের এশিয়া কাপ নিয়ে এসিসি ভিন্ন পথেই হাঁটছে। শুরুতে তারা ভেন্যু ও টুর্নামেন্টের তারিখ ঘোষণা করে। সেটা নিয়েও বিতর্ক আছে। এসিসির চেয়ারম‌্যান মহসিন নাকভি ব‌্যক্তিগত এক্স অ‌্যাকাউন্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের নাম আয়োজক হিসেবে ঘোষণা করেন। লম্বা সময় পর এসিসি সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

সপ্তাহখানেক পর রবিবার ঘোষণা করা হলো প্রতিযোগিতার ভেন্যু ও সময়। টুর্নামেন্ট নিয়ে জল্পনা-কল্পনা বাড়ানোর জন‌্যই এমন কিছু করছে কি না এসিসি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আগেই জানা গেছে, বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে। বাংলাদেশের সবগুলো ম‌্যাচ হবে আবুধাবিতে। আবুধাবি বাদে ম‌্যাচ হবে দুবাইয়ে। একটি ছাড়া সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচগুলো হবে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর।

দুবাইয়ে ভারত ও পাকিস্তানের ম‌্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। এ গ্রুপের অন‌্য দুই দল ওমান ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টে কেবল ১৫ সেপ্টেম্বর দুই ম্যাচ মাঠে গড়াবে। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাইয়ে রাত ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

দুবাইয়ে হবে প্রতিযোগিতার দুই সেমিফাইনাল ও ফাইনাল ম‌্যাচ। দুটি সেমিফাইনাল হবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। সব মিলিয়ে দুবাইয়ে ম‌্যাচ হবে ১১টি। আবুধাবিতে ৮টি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ঢাকা/ইয়াসিন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর ফ ইন ল য চ হব

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুর থেকে সিয়াটল, বন্ধুত্ব এখনো অটুট

ছবি: লেখকের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ