এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রথা অনুযায়ী এশিয়া কাপের পরিকল্পনা করছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা যায়। বড় কোনো আয়োজনের আগে আয়োজকরা সূচি, ভেন্যু ও সময় একই দিনে, একই সময়ে ঘোষণা করেন।

এবারের এশিয়া কাপ নিয়ে এসিসি ভিন্ন পথেই হাঁটছে। শুরুতে তারা ভেন্যু ও টুর্নামেন্টের তারিখ ঘোষণা করে। সেটা নিয়েও বিতর্ক আছে। এসিসির চেয়ারম‌্যান মহসিন নাকভি ব‌্যক্তিগত এক্স অ‌্যাকাউন্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের নাম আয়োজক হিসেবে ঘোষণা করেন। লম্বা সময় পর এসিসি সংবাদ বিজ্ঞপ্তি দেয়।

সপ্তাহখানেক পর রবিবার ঘোষণা করা হলো প্রতিযোগিতার ভেন্যু ও সময়। টুর্নামেন্ট নিয়ে জল্পনা-কল্পনা বাড়ানোর জন‌্যই এমন কিছু করছে কি না এসিসি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আগেই জানা গেছে, বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে। বাংলাদেশের সবগুলো ম‌্যাচ হবে আবুধাবিতে। আবুধাবি বাদে ম‌্যাচ হবে দুবাইয়ে। একটি ছাড়া সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচগুলো হবে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর।

দুবাইয়ে ভারত ও পাকিস্তানের ম‌্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। এ গ্রুপের অন‌্য দুই দল ওমান ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টে কেবল ১৫ সেপ্টেম্বর দুই ম্যাচ মাঠে গড়াবে। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাইয়ে রাত ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

দুবাইয়ে হবে প্রতিযোগিতার দুই সেমিফাইনাল ও ফাইনাল ম‌্যাচ। দুটি সেমিফাইনাল হবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। সব মিলিয়ে দুবাইয়ে ম‌্যাচ হবে ১১টি। আবুধাবিতে ৮টি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ঢাকা/ইয়াসিন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর ফ ইন ল য চ হব

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগে

আবেদনের ঠিকানা

পরিচালক,

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ