প্রসিদ্ধ কৃঞ্চার করা আগের ওভারে গাস অ্যাটকিনসনের ব্যাটিং নিশ্চয়ই খেয়াল করেছিলেন মোহাম্মদ সিরাজ। টেনে লেগে মারতে গিয়ে ব্যাটে পাননি, অফ স্টাম্পের বাইরে নিচু ডেলিভারিও ব্যাটে লাগাতে পারেননি। ৮৬তম ওভারে সিরাজ প্রথম বলটি করার আগেই তাই নিশ্চয়ই মনস্থির করে ফেলেছিলেন। ইয়র্কার লেংথে বল করতে হবে, তাহলেই হয়তো গতকালের ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করা সম্ভব!

আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫৪ মিনিট আগে

ইংল্যান্ডের দরকার ছিল ৭ রান,ভারতের ১ উইকেট। ওভাল টেস্টের সমীকরণ যখন এমন সুতোর দোলাচলে তখন ওই (৮৬তম) ওভারে বোলিংয়ে এলেন সিরাজ। তাঁর ইয়র্কার লেংথের কাছাকাছি ফুল টস বলটি আগের ওভারের অভ্যাসমতোই লেগ সাইডে টানতে গিয়ে ব্যাটে পেলেন না অ্যাটকিনসন। ব্যস, তাতেই স্টাম্প ছত্রখান এবং তাতেই সিরাজের শাপমোচন! দুই হাত প্রসারিত করে উইকেটের মাঝখানে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ‘সিউ’ উদ্‌যাপন করে হাসলেন সিরাজ। ততক্ষণে পাগলপারা দৌড়ে ছুটে এসেছেন তাঁর সতীর্থরা। ওভালের ভরপুর গ্যালারিতে করতালির বৃষ্টি। সিরাজ ভিজলেন তাতে, ঠিক যেভাবে রোমের কলোসিয়ামে এক সময় গ্ল্যাডিয়েটররা ভিজতেন!

প্রায়শ্চিত্তের পর সিরাজ। ওভালে ভারতের জয় নিশ্চিতের পর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘বিলিভ’ ছিল ওয়ালপেপারে, তাই খলনায়ক হতে হতে নায়ক সিরাজ

প্রসিদ্ধ কৃঞ্চার করা আগের ওভারে গাস অ্যাটকিনসনের ব্যাটিং নিশ্চয়ই খেয়াল করেছিলেন মোহাম্মদ সিরাজ। টেনে লেগে মারতে গিয়ে ব্যাটে পাননি, অফ স্টাম্পের বাইরে নিচু ডেলিভারিও ব্যাটে লাগাতে পারেননি। ৮৬তম ওভারে সিরাজ প্রথম বলটি করার আগেই তাই নিশ্চয়ই মনস্থির করে ফেলেছিলেন। ইয়র্কার লেংথে বল করতে হবে, তাহলেই হয়তো গতকালের ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করা সম্ভব!

আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫৪ মিনিট আগে

ইংল্যান্ডের দরকার ছিল ৭ রান,ভারতের ১ উইকেট। ওভাল টেস্টের সমীকরণ যখন এমন সুতোর দোলাচলে তখন ওই (৮৬তম) ওভারে বোলিংয়ে এলেন সিরাজ। তাঁর ইয়র্কার লেংথের কাছাকাছি ফুল টস বলটি আগের ওভারের অভ্যাসমতোই লেগ সাইডে টানতে গিয়ে ব্যাটে পেলেন না অ্যাটকিনসন। ব্যস, তাতেই স্টাম্প ছত্রখান এবং তাতেই সিরাজের শাপমোচন! দুই হাত প্রসারিত করে উইকেটের মাঝখানে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ‘সিউ’ উদ্‌যাপন করে হাসলেন সিরাজ। ততক্ষণে পাগলপারা দৌড়ে ছুটে এসেছেন তাঁর সতীর্থরা। ওভালের ভরপুর গ্যালারিতে করতালির বৃষ্টি। সিরাজ ভিজলেন তাতে, ঠিক যেভাবে রোমের কলোসিয়ামে এক সময় গ্ল্যাডিয়েটররা ভিজতেন!

প্রায়শ্চিত্তের পর সিরাজ। ওভালে ভারতের জয় নিশ্চিতের পর

সম্পর্কিত নিবন্ধ