বামপন্থি আন্দোলনের প্রথিতযশা নেতা, লেখক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমর রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে এই বার্তা দেন।

আরো পড়ুন:

বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন 

খুলনায় মহররমের নামে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টা

বিবৃতিতে তারা বলেন, কমরেড বদরুদ্দীন উমর আমৃত্যু শ্রমজীবী মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে তার বক্তব্য, লেখা এবং গবেষণাকর্ম ইতিহাস সম্পর্কে আমাদের সঠিক ধারণা তৈরিতে সহায়তা করেছে। পরবর্তী আন্দোলনের প্রেরণা যুগিয়েছে। তিনি ভারত-মার্কিনসহ সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। 

বিবৃতিতে আরো বলা হয়, তার সমাজ বিশ্লেষণ বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুক্তি আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মৃত্যুতে আমরা প্রগতিশীল আন্দোলনের একজন বিশ্বস্ত নেতাকে হারালাম। কমরেড বদরুদ্দীন উমরের সংগ্রামী জীবন-কর্ম বামপন্থি এবং গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বদর দ দ ন উমর

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ