এশিয়া কাপের পর্দা উঠছে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে
Published: 8th, September 2025 GMT
এশিয়া কাপ ক্রিকেটের মহারণ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। আবুধাবির মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। গ্রুপ-‘বি’ এর এই লড়াই বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। একই গ্রুপে আরও আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
২০১৪ সাল থেকে নিয়মিত এশিয়া কাপে খেলছে আফগানিস্তান। এখনো ফাইনালে পৌঁছাতে না পারলেও ২০১৮ ও ২০২২ আসরে সুপার ফোরে খেলার সাফল্য আছে তাদের ঝুলিতে। এবারের আসরে লক্ষ্য আরও বড়; প্রথমবার ফাইনাল এবং সেখান থেকে শিরোপা জয়। অধিনায়ক রশিদ খান জানালেন, দল পুরোপুরি প্রস্তুত, “আমরা জানি আমাদের সামর্থ্য কেমন। প্রতিটি খেলোয়াড় তার দায়িত্ব সম্পর্কে সচেতন, তাই ফাইনাল খেলার আত্মবিশ্বাস রাখি।”
আরো পড়ুন:
রেকর্ড হারের পর জরিমানাও গুনল দ.
নওয়াজের হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকারে পাকিস্তান চ্যাম্পিয়ন
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরেছে আফগানরা। তবে রশিদের মতে, সেটা ছিল পরীক্ষা-নিরীক্ষার অংশ, যা দলের আসল লক্ষ্যে প্রভাব ফেলবে না।
অন্যদিকে, হংকংয়ের লক্ষ্য ইতিহাস পাল্টানো। ২০০৪ সালে প্রথমবার এশিয়া কাপে খেলার পর আরও তিনবার সুযোগ পেলেও এখনো জয়শূন্য তারা। সব মিলিয়ে ৮ ম্যাচে সবকটিতেই হারের তিক্ত স্বাদ। এবার সেই ধারা ভাঙতে মরিয়া হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, “আমাদের একটাই উদ্দেশ্য, হারের রেকর্ড মুছে দিয়ে প্রথম জয়ের স্বাদ পাওয়া।”
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং। আফগানিস্তান জিতেছে তিনবার, হংকং দুবার। পরিসংখ্যান বলছে আফগানিস্তান এগিয়ে, তবে হংকং এবার চমক দেখাতে চায়।
অতীতের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন স্বপ্ন নিয়ে নামছে দুই দল। আবুধাবির মাঠে তাই এশিয়া কাপের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে রোমাঞ্চকর লড়াই।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন ফ ইন ল
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা