নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকা থেকে ১২টি ককটেলসহ মো. নাজমুল হাসান সুমন ওরফে সুজন খান (২৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে ঢাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে মিছিল করার পরিকল্পনা ও জনবল সরবরাহের অভিযোগ রয়েছে। সে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো। গ্রেপ্তারের মধ্য দিয়ে তার ওই পরিকল্পনা ভেস্তে গেছে।  

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে ডিএমপির কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে নাজমুল হাসান সুমনকে ১২টি ককটেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ফরিদপুর জেলার সালথা থানার আটঘর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া ককটেলগুলো বড় ধরনের নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে।

এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা, ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন শকত

এছাড়াও পড়ুন:

সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল  ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।

গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন  বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেট নগরে প‌্যাডেলচা‌লিত রিকশা ভাড়া ন্যূনতম ২০, সর্বোচ্চ ১০০ টাকা
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নগরের হাসপাতালটিতে রোগীরা কেন থাকতে চান না
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক