ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় মোটসাইকেলের ধাক্কায় রতন দাস (৬০) নামে এক পথচারী মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির দুই আরোহী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়া রতন উজিরপুর উপজেলার শোলক গ্রামের মৃত ভদ্দর দাসের ছেলে।

আরো পড়ুন:

সুনামগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিলেটে পিকআপের ধাক্কায় অটোচালক নিহত

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আমিনুর রহমান জানান, রাস্তা পার হচ্ছিলেন রতন। এসময় বেপরোয়াগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী এবং রতন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রতন মারা যান। 

ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/পলাশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ