ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় মোটসাইকেলের ধাক্কায় রতন দাস (৬০) নামে এক পথচারী মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির দুই আরোহী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়া রতন উজিরপুর উপজেলার শোলক গ্রামের মৃত ভদ্দর দাসের ছেলে।

আরো পড়ুন:

সুনামগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিলেটে পিকআপের ধাক্কায় অটোচালক নিহত

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আমিনুর রহমান জানান, রাস্তা পার হচ্ছিলেন রতন। এসময় বেপরোয়াগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী এবং রতন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রতন মারা যান। 

ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/পলাশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত

এছাড়াও পড়ুন:

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা ছাড় দেবে, সে বিষয়টিও আলোচনায় থাকবে। এ ছাড়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংক্রান্ত সৃষ্ট রাজনৈতিক সংকট ও গণভোটের বিষয়ে আলোচনা করবেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকেরা।

বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সম্পর্কিত নিবন্ধ