তামিল সিনেমার অভিনেতা-কমেডিয়ান রোবো শঙ্কর মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, একটি চলচ্চিত্রের শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রোবো শঙ্কর। পরে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তচাপ ওঠানামার কারণে তাকে আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিটে) স্থানান্তর করা হয়। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কয়েক ঘণ্টা পর মৃত্যুবরণ করেন এই অভিনেতা। 

আরো পড়ুন:

প্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন?

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

রোবো শঙ্করের মরদেহ আজ রাতে চেন্নাইয়ের ভালাসারাভাক্কামে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। শুক্রবারই চেন্নাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা রোবো শঙ্করের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ দম্পতির ইন্দ্রজা শঙ্কর নামে একটি কন্যা সন্তান রয়েছে। 

সম্প্রতি জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন রোবো শঙ্কর। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে উঠেছিলেন। তবে তার ওজন অনেকটা কমে গিয়েছিল। তার এই শারীরিক পরিবর্তন ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে সব সংকট কাটিয়ে কাজে ফিরেছিলেন। সম্প্রতি সান টিভির রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘টপ কুকু ডুপ কুকু’-তে অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে এ শো থেকে বাদ পড়েন তিনি। 

রোবো শঙ্করের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরেণ্য অভিনেতা কমল হাসান। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্টে তিনি লিখেছেন, “রোবো শঙ্কর। রোবো শুধু একটা ছদ্মনাম। আমার অভিধানে তুমি একজন মানুষ। তুমি আমার ছোট ভাই। তুমি কি আমাকে একা রেখে চলে যাবে? তোমার কাজ শেষ, তুমি চলে গেলে। আমার কাজ এখনো বাকি। তুমি আমাদের আগামীকাল হয়ে উঠলে। তাই আগামীকাল আমাদের।” 

টেলিভিশন ও চলচ্চিত্র জগতে পরিচিত মুখ ছিলেন রোবো শঙ্কর। টিভি অনুষ্ঠানে রোবট নাচ পরিবেশন করে ‘রোবো’ নামে পরিচিতি লাভ করেন রোবো শঙ্কর। ১৯৯৭ সাল থেকে চলচ্চিত্রে কাজ করছিলেন। ‘পাডিআপ্পা’-এর মতো তামিল সিনেমায় অভিনয় করেন রোবো। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—‘ভায়াই মুডি পেসাভুম’, ‘মারি’, ‘ভেলাইনু ভান্দুত্তা ভেল্লাকারান’, ‘এসআই থ্রি’, ‘পা পাণ্ডি’, ‘ইরুম্বু থিরাই’, ‘সিঙ্গাপুর সেলুন’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগে

আবেদনের ঠিকানা

পরিচালক,

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ