জোয়া আখতার পরিচালিত ‘গলি বয়’ ছবিতে জুটি বেঁধে এসেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই ছবিটি দর্শকের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। খবর যে এই ছবির এবার সিকুয়েল আসতে চলেছে। তবে নির্মাতারা নাকি ‘গলি বয় ২’-এর নায়ক-নায়িকা বদলে দিতে চলেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে এই ছবির মাধ্যমে এক নতুন জুটিকে উপহার দিতে চাইছেন নির্মাতারা।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গলি বয়’ ছবিতে রণবীর-আলিয়ার জুটি দর্শকের হৃদয় জয় করেছিল। এই ছবিতে তাঁদের অভিনয় দারুণ সাড়া ফেলেছিল। জোয়া আখতারের এই ছবিতে রণবীরকে এক র‍্যাপারের ভূমিকায় দেখা গিয়েছিল।

অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ