পিএসএল ড্রাফটে ছিলেন বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটার। এর মধ্যে সাকিব-তাসকিন-মুস্তাফিজরা দল না পেলেও রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস দল পেয়েছেন। রিশাদকে নিয়েছে লাহোর কালার্ন্দাস। বিগ ব্যাশে দল পেয়েও খেলতে না পারা রিশাদ জানিয়েছেন, ডাক পাবেন এমন আশা আগে থেকেই তার ছিল। 

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ হোসেন। চট্টগ্রাম পর্বে আছে দল। সেখানে অনুশীলন শেষে সংবাদ মাধ্যম দেশের তরুণ এই লেগ স্পিনার জানান, বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তাকে পিএসএলে দল পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। 

রিশাদ বলেন, ‘আমি কিছু নিয়ে বেশি আশা করি না। আইপিএল, বিগব্যাশ বা পিএসএল এসব নিয়ে ভাবছি না। বিপিএলে আছি, এটা শেষ করার পর দেখব। পিএসএলে দল পাওয়ার পর এজেন্ট বলছিলেন, চান্স পেয়েছি। আমিও আগে থেকে আশা করেছিলাম চান্স আছে।’ 

রিশাদ জানান, পিএসএলে দল পাওয়া এবারের তিন ক্রিকেটার ভালো করলে সামনে ১২-১৫ জনের জন্য সুযোগ তৈরি হতে পারে। এবারের বিপিএলে ভালো করায় পরের বছর অনেকের সুযোগ আসবে বলেও জানান তিনি। এছাড়া তামিম প্রসঙ্গে বলেন, ‘উনি বলছিলেন- ভালো ফ্র্যাঞ্চাইজি (লাহোর), খেলে মজা পাওয়া যাবে।’ 

তারকাসমৃদ্ধ দল গড়েছিল ফরচুন বরিশাল। কিন্তু শাহিন আফ্রিদি, কাইল মায়ার্সরা চলে গেছেন। রিশাদের মতে, কে আছেন, কে গেছেন তা ভেবে লাভ নেই, ‘আগে কী হয়েছে তা চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। চট্টগ্রাম পর্বের তিন ম্যাচ জিতে ঢাকা পর্বে ফেরার চেষ্টা করবো। বোলার হিসেবে সন্তুষ্ট হওয়া উচিত না। ৫ উইকেট পেলেও না। দলকে ১ ওভার বোলিং করেও বাঁচানো গেলে আমার জন্য ভালো। আমরা যে ১১ জন খেলবো সেরাটা দিতে হবে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ