‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পরে ক্যামিও বা পার্শ্ব নেতিবাচক চরিত্রে ফিরলেও প্রধান খল চরিত্রে তাঁকে আর দেখা যায়নি। এবার আগের চেয়েও ভয়ংকর রূপে দেখা দেবেন এই অভিনেতা। ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর মুখোমুখি হবেন সেলিম।
২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়েছে ‘দাগি’র শুটিং। এটি পরিচালনা করছেন শিহাব শাহীন। সেই শুটিং নিয়েই ব্যস্ত সেলিম জানালেন, বর্তমানে সৈয়দপুর জেলায় শীতের মধ্যে শুটিং করছেন। সেলিম বলেন, ‘প্রিয়তমা সিনেমার পর দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছিলাম। নতুন করে ফেরার অপেক্ষায় ছিলাম। সেই সুযোগ হলো। বাংলা সিনেমায় দর্শক নতুনভাবে আমাকে খুঁজে পাবে। একজন অভিনেতা চরিত্রের বৈচিত্র্যের জন্য অপেক্ষা করে। সেটাই আমি এবারও পেয়েছি। আমাকে এই চরিত্রে ভাবার জন্য পরিচালক ও প্রযোজকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজেই আমি চরিত্রটি উপভোগ করছি।’
‘দাগি’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’