বন্দরে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অটো চালকের আত্মহত্যা
Published: 15th, January 2025 GMT
বন্দরে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে শান্ত ইসলাম (১৬) নামে এক অটো চালক গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত অটো চালক শান্ত ইসলাম বন্দর উপজেলার বারপাড়াস্থ বাগান বাড়ি এলাকার মৃত নূর হোসেন মিয়ার ছেলে ।
আত্মহত্যা ঘটনার খবর পেয়ে পুলিশ গত বুধবার (১৪ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার বারপাড়া বাগানবাড়ি নিজ বাড়ি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে এসে দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করে।
নিহতের মা আয়েশা বেগম জানান, স্বামী হারা ছেলেকে নিয়ে বাসা বাড়িতে কাজ করে ছেলেকে বড় করেছি। সংসারের হাল ধরতে ব্রাক এনজিও থেকে ২ লাখ টাকা লোন তুলে দেড় লাখ টাকায় ছেলেকে একটি অটো কিনে দেওয়া হয়। গত ৫ জানুয়ারি বন্দরের সাবদি এলাকা থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো নিয়ে যায়।
গত ১০ জানুয়ারি ব্রাক এনজিওর কিস্তি দেয়ার তারিখ ছিল। সময় মত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর চাপ সইতে না পেরে গত মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শান্ত।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, আত্মহনকারী পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ নিয়ে দাফন করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।