বন্দরে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অটো চালকের আত্মহত্যা
Published: 15th, January 2025 GMT
বন্দরে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে শান্ত ইসলাম (১৬) নামে এক অটো চালক গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত অটো চালক শান্ত ইসলাম বন্দর উপজেলার বারপাড়াস্থ বাগান বাড়ি এলাকার মৃত নূর হোসেন মিয়ার ছেলে ।
আত্মহত্যা ঘটনার খবর পেয়ে পুলিশ গত বুধবার (১৪ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার বারপাড়া বাগানবাড়ি নিজ বাড়ি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে এসে দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করে।
নিহতের মা আয়েশা বেগম জানান, স্বামী হারা ছেলেকে নিয়ে বাসা বাড়িতে কাজ করে ছেলেকে বড় করেছি। সংসারের হাল ধরতে ব্রাক এনজিও থেকে ২ লাখ টাকা লোন তুলে দেড় লাখ টাকায় ছেলেকে একটি অটো কিনে দেওয়া হয়। গত ৫ জানুয়ারি বন্দরের সাবদি এলাকা থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো নিয়ে যায়।
গত ১০ জানুয়ারি ব্রাক এনজিওর কিস্তি দেয়ার তারিখ ছিল। সময় মত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর চাপ সইতে না পেরে গত মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শান্ত।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, আত্মহনকারী পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ নিয়ে দাফন করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখম
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমানকে (৭৫) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৪০) ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
আহত মাওলানা নুরুর রহমানকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাসুদ মিয়া বলেন, শুক্রবার মাওলানা নুরুর রহমান জুমা শেষে মসজিদে অবস্থান করছিলেন। এ সময় মসজিদের পাশের সবজি দোকানি বিল্লালও সেখানে ছিলেন। হঠাৎ বিল্লাল একটি চাপাতি নিয়ে মাওলানা নুরুর রহমানের শরীরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিল্লালকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে মাওলানা নুরুর রহমানের ভায়রা অলিউর রহমান বলেন, জুমার নামাজের আগে আলোচনার সময় বিল্লাল হোসেন বাধার সৃষ্টি করেন। এরপর নামাজ শেষে এ হামলার ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘আমরা অভিযুক্তকে আটক করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’