চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক মাঠে ব্যস্ত কৃষক
Published: 20th, January 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। গতকাল রোববার সকাল থেকেই বিজিবির পাহারায় মাঠে কাজ করছেন কৃষকরা। সেই সঙ্গে বিশ্বনাথপুর বাজারের শেষ মাথায় চেকপোস্ট বসিয়ে বহিরাগত ও উৎসুক জনতার সীমান্তমুখী ঢল বন্ধ করেছে বিজিবি।
এর আগে শনিবার বাংলাদেশের সীমান্ত এলাকা বিনোদপুর ইউনিয়ন এবং ভারতের শুখদেবপুর এলাকার গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। কৃষকরা জানান, পরিবেশ শান্ত হলেও শনিবারের ঘটনার কারণে উৎকণ্ঠা রয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, চৌকা সীমান্ত এলাকার মাঠে কাজ করছেন কৃষকরা। কেউ আলু তুলছেন, কেউবা তুলছেন মাষকলাই। আবার কেউ দিচ্ছেন সেচ। সবাই ব্যস্ত জমি আবাদ ও ফসল তোলার কাজে। শূন্য রেখায় টহলের পাশাপাশি ফসলের মাঠে বিভিন্ন ক্ষেতের মধ্যে বিজিবির পাহারা লক্ষ্য করা গেছে।
কালীগঞ্জ গ্রামের কৃষক কামাল উদ্দিন বলেন, ক্ষেত দেখতে গিয়েছিলাম। আমার পাশের ক্ষেত গতকাল নষ্ট হয়েছে। তবে আমার ক্ষেত এখনও সুরক্ষিত আছে। আতঙ্কে আছি। বিজিবির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আর কোনো সমস্যা হবে না। আমরা শান্তিতে মাঠে কাজ করতে চাই। কোনো অশান্তি চাই না।
বিশ্বনাথপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, সীমান্তে পরিবেশ স্বাভাবিক থাকলেও আমরা আতঙ্ক নিয়েই মাঠে কাজ করছি।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, জনগণ ও বিজিবির প্রচেষ্টায় সীমান্ত পরিবেশ এখন পুরোপুরি শান্ত।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে আমাদের দৈনন্দিন টহল কার্যক্রম চলমান রয়েছে। কৃষকরা মাঠে নির্বিঘ্নে কাজ করছেন। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, কৃষক ও স্থানীয়দের ফসলের মাঠ নষ্ট না করার স্বার্থে সীমান্ত এলাকায় না যাওয়ার অনুরোধ জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ ক জ করছ ক ষকর
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ