চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ চিয়ান ছাও মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাত্কালে লিউ বলেন, “চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভালো বন্ধু, ভাল অংশীদার এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে। চীন বাংলাদেশের জনগণকে তাদের নিজস্ব উন্নয়নের পথ বেছে নিতে সমর্থন করে এবং রাজনৈতিক সংস্কার ও নির্বাচনী এজেন্ডাকে এগিয়ে নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে। চীন বিশ্বাস করে যে বাংলাদেশ ঐক্য, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের পথে ফিরে আসবে। চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ এবং অন্যান্য ক্ষেত্রে যৌথ নির্মাণে সহযোগিতা বৃদ্ধির জন্য এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের অব্যাহত উন্নযনের জন্য বাংলাদেশের সাথে কাজ করতে ইচ্ছুক। চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান বজায রাখতে, রাষ্ট্র পরিচালনায পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক শিক্ষা বৃদ্ধি, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জনমতের ভিত্তি ক্রমাগত সুসংহত করতে ইচ্ছুক।”

আরো পড়ুন:

ক্লাবের আল্টিমেটাম: জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি 

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে অনেক বড় আকারের অবকাঠামো প্রকল্প চীন নির্মিত। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদী মূল্যবান সহায়তার জন্য বেইজিংকে ধন্যবাদ জানায় ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশ-চীন বন্ধুত্বের কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না। বাংলাদেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণে সমর্থন করে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো এবং চিকিত্সা ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও পরিচালনা করতে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের নতুন সরকার জনগণের ডাকে সাড়া দিতে এবং জনগণের বিশেষ করে তরুণদের উদ্বেগের সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং চীনের সাথে আন্তঃপার্টির বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক।”

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট র পরর ষ ট র সহয গ ত

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে: জামায়াত নেতা রফিকুল
  • বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
  • রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • জামায়াত কীভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে: আনিসুল ইসলাম মাহমুদ
  • জুলাই সনদ নিয়ে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবে
  • ফরিদপুরে সীমানা নিয়ে ডিসির চিঠি, এলাকাবাসীর ৫ দাবি
  • জামায়া‌তের তিন‌ দি‌নের কর্মসূচি ঘোষণা