হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গোবিন্দগঞ্জের দুই সাংবাদিক কারাগারে
Published: 22nd, January 2025 GMT
জামায়াত নেতার ছেলের বিস্ফোরণ আইনে দায়ের করা মামলায় গোবিন্দগঞ্জের দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার হাইকোর্ট থেকে আগাম জামিনে থাকা ওই দুই সাংবাদিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স।
সাংবাদিক দুজন হলেন- দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল ও দৈনিক আলো প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ঘটনায় ১১ বছর পর ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুই সাংবাদিকসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//