গাজীপুর মহানগরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে তার ওপর হামলা হয়।

আরো পড়ুন:

খুলনায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নিহত জাহিদুল আহসান জিহাদ (২১) টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার মাগরিবের নামাজের পর জাহিদুল তার মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নেন। তিনি পলিটেকনিকের চতুর্থ সেশনের ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে বন্ধুদের সঙ্গে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে গেলে ৪-৫ জন সন্ত্রাসী জাহিদুল, তার বন্ধু রহমান ও আরিফ হোসেনের গতিরোধ করে।

এসময় রহমান এবং আরিফ দৌঁড়ে পালিয়ে যান। পরে সন্ত্রাসীরা জাহিদুলকে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহিদুলের মৃত্যু হয়। 

টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‍“ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। চারজনকে আটক করা হয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ছ নত ই আটক

এছাড়াও পড়ুন:

সাইনবোর্ডে ডিবি পরিচয়ে বাস ডাকাতির ৪ আসামি গ্রেপ্তার

ফতুল্লার সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত ডাকাতির মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মুঠোফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

 শনিবার (১৮ অক্টোবর) গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তাদের তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ভোরে ডাকাতিটি সংঘটিত হয়। কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী জেএস ট্রাভেলসের একটি বাস ভুঁইঘর পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে ৪ ব্যক্তি বাস থামিয়ে নিজেদের ‘ডিবি পুলিশ’ দাবি করেন।

তারা তল্লাশির নামে যাত্রীদের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন। পরে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। ওই দিনই যাত্রী আফরোজা আক্তার এনি ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিলে মামলাটি রুজু হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নির্দেশনায় এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গতকাল শনিবার ভোরে ভূঁইঘর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— আরিফুল হক সোহান (৩৪), হৃদয় আহম্মেদ (২৬), সজীব ইসলাম (৩০) এবং আমির হোসেন সরদার (৫০)।

পুলিশ জানায়, আরিফুল, হৃদয় ও সজীব ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের ভয় দেখিয়ে ও মারধর করে টাকা এবং মালামাল ছিনিয়ে নেন। পরে লুণ্ঠিত ফোনগুলো স্থানীয় মোবাইল ব্যবসায়ী আমির হোসেনের কাছে বিক্রি করে দেন।

পরে আমির ওই চোরাই ফোনের একটি ফোন শিল্পী বেগম নামে এক নারীর কাছে বিক্রি করলে পুলিশ সেটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন রুটে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে ছাত্রের মৃত্যু
  • সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার 
  • সাইনবোর্ডে ডিবি পরিচয়ে বাস ডাকাতির ৪ আসামি গ্রেপ্তার