বায়ুদূষণ অপরা‌ধে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়ে‌ছে। ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করার পাশাপা‌শি ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং আরও ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২২ জানুয়ারি) গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর, ঢাকা, নাটোর, নেত্রকোনায় ৯টি মোবাইল কোর্ট চা‌লা‌নো হয়।

প‌রি‌বেশ মন্ত্রণালয় জানায়, মোবাইল কোর্টের এ অভিযানে ২৫টি মামলায় ৫৩ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন নিয়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং ২,৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং ৮টি পরিবহনকে সতর্ক করা হয়।

গাজীপুরে ও ঢাকার বাংলামোটর ও মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান হয়। ২টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইটভ ট র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ