জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগেই ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল। আড়াই মাস পর এবার আরও ৭টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কমিটিগুলো প্রকাশ করা হয়। নতুন কমিটি গঠিত ফেডারেশনগুলো হলো সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন।  

সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন আবার সাধারণ সম্পাদক পদে ফিরেছেন। আগের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরও সহ-সভাপতির দায়িত্বে বহাল রয়েছেন। সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক করা হয়েছে নিবেদিতা দাসকে। ১৯ সদস্যের এই কমিটিতে সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর সদস্য হিসেবে এবং রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির সভাপতি হয়েছেন নৌবাহিনীর প্রধান।  

টেবিল টেনিসের অন্যতম সাবেক তারকা  নাসিমুল হাসান কচি হয়েছেন যুগ্ম সম্পাদক।  আগের  কমিটির অন্যতম সমালোচিত খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি হয়েছেন! মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে সভাপতি করা হয়েছে। 

ভলিবল ফেডারেশনে গত দুই দশক আধিপত্য ছিল আশিকুর রহমান মিকুর। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি পদে বিজিএমইএ সাবেক সভাপতি জায়ান্ট গ্রুপের ফারুক হাসান মনোনীত হয়েছেন। এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। সেনা,নৌ,বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন সেখানে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন,লিঙ্কন সদস্য হিসেবে আছেন। 

কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম। 

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন প্রবীন সংগঠক উইং কমান্ডার (অব.

)মহিউদ্দিন আহমেদ। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় ভারত্তোলক ও প্রশিক্ষক লে.কর্ণেল মো. শহিদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভারত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম,রেশমা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। 

শরীরগঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎসক ও প্রাক্তন খেলোয়াড় কামরুজ্জামান। ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সদস য হ স ব ত হয় ছ ন ল ইসল ম কম ট র

এছাড়াও পড়ুন:

ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতি মেয়ে

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহ্মুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা।গত মঙ্গলবার এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ওই চিঠিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক করা হয়েছে মো. আব্দিুর রহমানকে এবং সংগঠক করা হয়েছে মো. রাকিব হোসেনকে।
 
এছাড়া ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী জেলার দু’জন করে ব্যক্তিকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।  

ফরিদপুর জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যে দু’জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের একজন হলেন সৈয়দা নীলিমা দোলা। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহ্মুদা বেগমের মেয়ে এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসিরের ভাগনি। দোলার বাবা সৈয়দ গোলাম দস্তগীর পেশায় ব্যবসায়ী।

সৈয়দা নীলিমা ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর তিনি কিছুদিন একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করেন। বর্তমানে ‘সিনে কার্টেল’ নামে একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।
 
এ বিষয়ে সৈয়দা নীলিমা দোলা বলেন, ‘আমার পরিবারের সদস্যদের আওয়ামী রাজনীতি করা সংক্রান্ত কিছু পোস্ট আপনাদের সামনে আসতে পারে। আমি নিজে এর একটা ব্যাখ্যা রাজপথের সহযোদ্ধাদের দিয়ে রাখতে চাই। আমি ১০ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি। নো মেট্রো অন ডিইউ মুভমেন্ট, রামপাল বিরোধী আন্দোলন, ডিএসএ বাতিলের আন্দোলন, সুফিয়া কামাল হলকে ছাত্রলীগ মুক্ত করাসহ অন্যান্য সকল আন্দোলনে আমি পরিচিত মুখ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লেখালেখিও পুরনো। ২০১২ সালে পরিবার ছাড়ার পর রাজপথই আমার আসল পরিবার। জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া অন্যতম মামলা তাহির জামান প্রিয় হত্যা মামলার একজন প্রত্যক্ষদর্শী আমি।’

তিনি আরও বলেন, ‘সরাসরি ছাত্রলীগ করে অনেকে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। আমি কখনও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না, তাই আমার নাগরিক কমিটির সদস্য হতে বাধা কোথায়? এনসিপির কেন্দ্রীয় নেতারা জেনে-বুঝে এবং আমি ‘লিটমাস’ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।’ 

আওয়ামী লীগ নেত্রীর মেয়ে দায়িত্ব পেয়েছেন জেলার এনসিপি কমিটি গঠনে-এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘তার (সৈয়দা নীলিমা) পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ। আমরা দেখেছি, গত জুলাই-আগস্ট আন্দোলনে তার মামা গোলাম নাসির কিভাবে আমাদের ওপর নির্বিচার গুলি ছুড়েছিল। তার মায়ের কর্মকাণ্ডও আমাদের অজানা নয়।’ 

সৈয়দা নীলিমা দোলার সঙ্গে আমাদের পরিচয় পর্যন্ত নেই মন্তব্য করে সোহেল রানা বলেন, ‘আসলে দায়িত্ব দেওয়ার আগে সঠিকভাবে যাচাই-বাছাই করে নেওয়া হলে ভাল হতো। যাচাই-বাছাই করা হলে এ রকম পরিস্থিতির সৃষ্টি হতো না।’

সম্পর্কিত নিবন্ধ

  • নবীজির (সা.) অদ্ভুত দোয়া
  • অর্থ আত্মসাত: খুলনায় নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • বগুড়ায় সারজিসের উপস্থিতিতে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ৪ নেতা হাসপাতালে
  • অমিতাভের চিরকুট কিংবা ফ্যাশন নিয়ে রাধিকার ১০ প্রশ্নের জবাব, ১০ ছবি
  • মাঠ নিয়ে শ্রাবণের আফসোস
  • একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা
  • বড় বন্দরে ভারী কাজ করেও চলে না সংসার 
  • নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতি মেয়ে