সব ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার হোয়াইট হাউস এ নির্দেশ দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা কর্মসূচি, আবাসন সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং ফেডারেল অর্থায়নের ওপর নির্ভরশীল অন্যান্য উদ্যোগকে ব্যাহত করতে পারে।

সোমবার এক স্মারকে ফেডারেল বাজেট তত্ত্বাবধানকারী অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ভারপ্রাপ্ত প্রধান জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের অনুদান এবং ঋণ পর্যালোচনা করার সময় অর্থ স্থগিত রাখা হবে যাতে নিশ্চিত করা যায় যে সেগুলো প্রেসিডেন্টের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভেথ জানিয়েছেন, প্রেসিডেন্টের এজেন্ডার সাথে সাংঘর্ষিক নীতিমালার জন্য ফেডারেল সম্পদের ব্যবহার ‘করদাতাদের অর্থের অপচয়, যা আমরা যাদের সেবা করি তাদের দৈনন্দিন জীবনের উন্নতি করে না।”

স্মারকলিপিতে বলা হয়েছে, এই স্থগিতাদের মধ্যে ‘বিদেশি সহায়তার জন্য’ এবং ‘বেসরকারি সংস্থাগুলোর’ জন্য নির্ধারিত যেকোনো অর্থ অন্তর্ভুক্ত থাকবে।

হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে, এই স্থগিতাদেশ সামাজিক নিরাপত্তা বা মেডিকেয়ার পেমেন্ট বা ‘ব্যক্তিদের সরাসরি প্রদত্ত সহায়তার’ ওপর প্রভাব ফেলবে না। 

তবে এতে সম্ভবত দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অর্থ প্রদানের পরিমাণ কমবে। অবশ্য প্রবীণ এবং নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রভাবিত হবে কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

চিকিৎসার অভাবে শ্রমিক মৃত্যুর অভিযোগ, বন্দরে মহাসড়ক অবরোধ

অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়া, চিকিৎসার অভাবে মৃত্যুবরণের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তারা এ অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে এগারোটায় মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, 'লারিস ফ্যাশন' নামে একটি রপ্তানিমুখি গার্মেন্টসের নারী শ্রমিক রিনা (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ তার আবেদনে কোনো সাড়া না দিয়ে কাজ করে যেতে বাধ্য করেন। পরে অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রিনা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ এ মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। 

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ