চ্যাম্পিয়নস লিগের চলমান আসর অনুষ্ঠিত হচ্ছে বদলি কাঠামোতে। সে কাঠামো অনুসারে গ্রুপ পর্বের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে। যেখানে প্রথমবারের মতো একই সময়ে ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে।

চ্যাম্পিয়নস লিগের সেরা ষোলোতে এবার সরাসরি খেলবে ৮টি দল। ৯তম থেকে ২৪তম দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। দুই লেগ শেষে এগিয়ে থাকা সেরা ৮টি দল যাবে শেষ ষোলোতে। তবে শীর্ষ আট ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে যাবে আরও ছয়টি দল। সেই প্রোতিযোগিতায় এখনও টিকে আছে ৯টি দল; যার মাঝে আছে বেশ কিছ বড় নামও।

এখন পর্যন্ত ১৬টি দল প্লে-অফ নিশ্চিত করেছে। অন্যদিকে ৯টি দল ইতিমধ্যেই আসরের নকআউট থেকে ছিটকে গিয়েছে।

আরো পড়ুন:

আনচেলত্তির বিশ্বাস টাকাকে উপেক্ষা করে ‘গৌরব’ বেছে নিবেন ভিনিসিয়ুস

এমবাপের ‘প্রথম হ্যাটট্রিকে’ রিয়ালের শীর্ষ স্থান পোক্ত

এক নজরে দেখা যাক রাতে মুখোমুখি হতে যাওয়া দলগুলোর কার কি অবস্থাঃ          

ব্রেস্ত-রিয়াল মাদ্রিদ
দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ফরাসি ক্লাব ব্রেস্ত আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যেই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।

 

ম্যানচেস্টার সিটি-ক্লাব ব্রুগা
সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বাঁচা–মরার ম্যাচ। সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয়ের বিকল্প নেই পেপ গার্দিওলার দলের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগার।

স্টুটগার্ট-পিএসজি
সমান ১০ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে পিএসজি ২২ নম্বরে ও স্টুটগার্ট আছে ২৪ নম্বরে। জার্মান-ফরাসি লড়াইয়ে যারা জিতবে, তারা উঠে যাবে প্লে-অফে। তবে ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এ ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পারে দুই দল।

 

জুভেন্টাস-বেনফিকা
১২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকা জুভেন্টাসের প্লে-অফ নিশ্চিত। জুভেন্টাসকে হারালে ১০ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে পড়ে থাকা বেনফিকাও নিশ্চিত করবে প্লে-অফ। ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এই ম্যাচ হেরেও নকআউট পর্বে উঠতে পারে পর্তুগিজ ক্লাবটি।

স্পোর্টিং লিসবন-বোলোনিয়া
আগেই বিদায় নিশ্চিত হওয়া ইতালিয়ান ক্লাব বোলোনিয়াকে হারালেই প্লে-অফ নিশ্চিত হবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের। সিটি ও দিনোমা পয়েন্ট হারালে এই ম্যাচ হেরেও নকআউট পর্বে উঠতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো-লুই ফিগোদের শৈশবের ক্লাব স্পোর্টিং।

পিএসভি আইন্দহফেন-লিভারপুল
সাত ম্যাচের সাতটিতে জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলা লিভারপুল এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই শীর্ষে থেকে শেষ করবে লিগ পর্ব। ১১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে থাকা ডাচ ক্লাব পিএসভি ১ পয়েন্ট পেলেই নিশ্চিত করবে প্লে-অফ।

বার্সালোনা-আতালান্তা
১৮ পয়েন্ট নিয়ে বার্সা নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। ১৪ পয়েন্ট নিয়ে সাতে থাকা আতালান্তা আজ বার্সাকে হারালে তো বটেই, ড্র করেও সরাসরি শেষ আটে উঠে যেতে পারে।

ইন্টার মিলান-এএস মোনাকো
ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত ১৬ পয়েন্ট নিয়ে চারে থাকা ইন্টারের। ফরাসি ক্লাব মোনোকোরও প্লে-অফ নিশ্চিত, ইন্টারকে হারালে উঠে যেতে পারে শেষ আটে।

বায়ার্ন মিউনিখ-ব্রাতিস্লাভা
বায়ার্নের প্লে-অফ খেলা নিশ্চিত। স্লোভাক ক্লাব ব্রাতিস্লাভাকে হারালে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলো খেলার সুযোগ আছে ১২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে থাকা পাঁচবারের চ্যাম্পিয়নদের। ব্রাতিস্লাভা বিদায় নিয়েছে আগেই।

বরুশিয়া ডর্টমুন্ড-শাখতার দানেস্ক
১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ডর্টমুন্ডের প্লে-অফ খেলা নিশ্চিত। জিতে গেলে জার্মান ক্লাবটি সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতেও খেলতে পারে। ৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে থাকা শাখতার এই ম্যাচ জিতেও বাদ পড়ে যেতে পারে।

লেভারকুসেন-স্পার্তা প্রাগ
স্পার্তা বাদ পড়েছে আগেই। ১৩ পয়েন্ট নিয়ে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে লেভারকুসেন। জার্মান ক্লাবটি আজ জয় পেলে সরাসরি সেরা আটে উঠে যেতে পারে।

দিনামো জাগরেব-এসি মিলান
১৫ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে ছয়ে। আজ জিতলে সাতবারের চ্যাম্পিয়নরা সরাসরি শেষ ষোলোতে খেলা নিশ্চিত করবে। হেরে হেলেও সুযোগ থাকবে ইতালির ক্লাবটির। ক্রোয়েশিয়ার দিনামোর জয় ছাড়া আর কোনো উপায় নেই।

 

সালজবুর্গ-অ্যাটলেতিকো মাদ্রিদ
মাত্র ৩ পয়েন্ট সংগ্রহে থাকা সালজবুর্গ ইতিমধ্যে বিদায় নিয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা অ্যাটলেতিকো জন্য ম্যাচটি শেষ আট নিশ্চিত করার। পয়েন্ট হারালেও সরাসরি শেষ ষোলোতে খেলতে পারে স্প্যানিশ ক্লাবটি।

লিল-ফেইনুর্ড
১৩ পয়েন্ট পাওয়া লিল ও ফেইনুর্ড দুই দলই নিশ্চিত করেছে প্লে-অফ। আজ যারা জিতবে, তারা সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ পেলেও পেতে পারে।

অ্যাস্টন ভিলা-সেল্টিক
দুই দলেরই অন্তত প্লে-অফ খেলা নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা ভিলা জয় পেলে উঠে যেতে পারে শীর্ষ আটে। ১২ পয়েন্ট নিয়ে ১৮-তে থাকা সেল্টিকের সেই সম্ভাবনা একটু কম।

জিরোনা-আর্সেনাল
প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলা জিরোনার বিদায় নিশ্চিত। ১৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা আর্সেনালের জন্য ম্যাচটি সরাসরি শীর্ষ আট নিশ্চিত করার। পয়েন্ট হারালেও সরাসরি শেষ ষোলো খেলা সম্ভব ইংলিশ ক্লাবটির।

স্ট্রুম গ্রাৎস-লাইপজিগ
দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ইয়াং বয়েজ-রেড স্টার
দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ চ য ম প য়নস ল গ ন শ চ ত কর এই ম য চ শ র ষ আট

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়। 

পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। 

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র‌্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র‌্যাঙ্কিং ৫৫)। র‌্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। 

প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • বক্সিং রিংয়ে চ্যাম্পিয়ন জিনাতই, বোনকে উৎসাহ দিতে গ্যালারিতে আফঈদা
  • ১৬ কোটি টাকায় সারা দেশে ফুটবলের তিন টুর্নামেন্ট
  • দেশে প্রথমবারের মতো ২৫টি ‘বেশি বিপদজনক’ বালাইনাশক চিহ্নিত
  • হামাসকে অস্ত্রত্যাগে ও গাজার শাসন ছাড়তে সৌদি, কাতার, মিসরের আহ্বান
  • প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পের দাবিকে অস্বীকার করলেন মোদি
  • প্রথমবারের মতো সাংবাদিকদের বিনামূল্যে সাইকোলজিক্যাল সাপোর্ট
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ