ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
Published: 2nd, February 2025 GMT
ফেনীতে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের চট্টগ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা নিহতের স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে।
নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু জানান, নিজাম উদ্দিন কাজীর দেওডী এলাকায় মুদি ব্যবসা করতেন। গত ২ দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে তার অসুস্থ শ্বশুরকে দেখতে বাড়িতে আসেন। আজ সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা করে লালপোল যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফেনী সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা (লক্ষ্মীপুর) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নিজাম উদ্দিন। এ সময় তার স্ত্রী ও ২ সন্তান গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/সাহাব উদ্দিন/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন:
সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার
ঢাকা/নুর/বকুল