কারাগারে থাকতে ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন তিনি
Published: 2nd, February 2025 GMT
কারাগারে থাকার জন্য ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন জাপানের এক বয়স্ক নারী। নিঃসঙ্গ ওই নারী বিনামূল্যে জীবনযাপন করার জন্য কারাগারকে বেছে নিয়েছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে, ৮১ বছর বয়সী আকিও নামের ওই নারীকে চুরির অভিযোগে দুবার জেল খাটতে হয়েছে। ষাটের কোঠায় থাকাকালে তিনি প্রথমে খাবার চুরি করেছিলেন এবং পরে পেনশনের টাকায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়লে তিনি আবারও একই কাজ করেছিলেন।
আকিওকে টোকিওর উত্তরে অবস্থিত জাপানের বৃহত্তম মহিলা জেলখানা তোচিগি কারাগারে রাখা হয়েছিল। এখানে প্রায় ৫০০ জন বন্দি রয়েছেন, যাদের বেশিরভাগই বয়স্ক।
আকিও তার কারাবাসের কথা স্মৃতিচারণ করে বলেন, “আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দোকান থেকে জিনিসপত্র চুরি করেছিলাম, ভেবেছিলাম এটা ছোটখাটো সমস্যা হবে। যদি আমি আর্থিকভাবে স্থিতিশীল থাকতাম এবং আরামদায়ক জীবনযাপন করতাম, তাহলে আমি অবশ্যই এটা করতাম না।”
তিনি বলেন, “এই কারাগারে অনেক ভাল মানুষ আছেন। সম্ভবত এই জীবনটাই আমার কাছে সবচেয়ে স্থিতিশীল।”
কারাদণ্ডের আগে আকিও তার ৪৩ বছর বয়সী ছেলের সাথে থাকতেন। ছেলে তাকে রাখতে চাইত না এবং প্রায়শই তাকে চলে যেতে বলত। ২০২৪ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার পর তিনি তার ছেলের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।
কারাগারের একজন কর্মকর্তা তাকায়োশি শিরানাগা জানান, বয়স্ক বন্দিরা বাইরে একা মারা যাওয়ার চেয়ে কারাগারে থাকাকে পছন্দ করেন। অনেকেই কারাগারে থাকার জন্য মাসে ২০ থেকে ৩০ হাজার ইয়েন দিতে ইচ্ছুক।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড