কারাগারে থাকতে ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন তিনি
Published: 2nd, February 2025 GMT
কারাগারে থাকার জন্য ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন জাপানের এক বয়স্ক নারী। নিঃসঙ্গ ওই নারী বিনামূল্যে জীবনযাপন করার জন্য কারাগারকে বেছে নিয়েছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে, ৮১ বছর বয়সী আকিও নামের ওই নারীকে চুরির অভিযোগে দুবার জেল খাটতে হয়েছে। ষাটের কোঠায় থাকাকালে তিনি প্রথমে খাবার চুরি করেছিলেন এবং পরে পেনশনের টাকায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়লে তিনি আবারও একই কাজ করেছিলেন।
আকিওকে টোকিওর উত্তরে অবস্থিত জাপানের বৃহত্তম মহিলা জেলখানা তোচিগি কারাগারে রাখা হয়েছিল। এখানে প্রায় ৫০০ জন বন্দি রয়েছেন, যাদের বেশিরভাগই বয়স্ক।
আকিও তার কারাবাসের কথা স্মৃতিচারণ করে বলেন, “আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দোকান থেকে জিনিসপত্র চুরি করেছিলাম, ভেবেছিলাম এটা ছোটখাটো সমস্যা হবে। যদি আমি আর্থিকভাবে স্থিতিশীল থাকতাম এবং আরামদায়ক জীবনযাপন করতাম, তাহলে আমি অবশ্যই এটা করতাম না।”
তিনি বলেন, “এই কারাগারে অনেক ভাল মানুষ আছেন। সম্ভবত এই জীবনটাই আমার কাছে সবচেয়ে স্থিতিশীল।”
কারাদণ্ডের আগে আকিও তার ৪৩ বছর বয়সী ছেলের সাথে থাকতেন। ছেলে তাকে রাখতে চাইত না এবং প্রায়শই তাকে চলে যেতে বলত। ২০২৪ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার পর তিনি তার ছেলের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।
কারাগারের একজন কর্মকর্তা তাকায়োশি শিরানাগা জানান, বয়স্ক বন্দিরা বাইরে একা মারা যাওয়ার চেয়ে কারাগারে থাকাকে পছন্দ করেন। অনেকেই কারাগারে থাকার জন্য মাসে ২০ থেকে ৩০ হাজার ইয়েন দিতে ইচ্ছুক।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অপ্রাপ্তবয়স্কের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল ডিফেন্ডারের আড়াই বছরের কারাদণ্ড দাবি
এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জড়িয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।
খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাঁদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।
স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।
আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৪ ঘণ্টা আগেগত মে মাসেই এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন রিয়ালের মূল দলের সদস্য আসেনসিও। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে।
রাউল আসেনসিকে গত মৌসুমে নিয়মিত মাঠে দেখা গেছে