গাইবান্ধার ২ আ.লীগ নেতা কারাগারে
Published: 2nd, February 2025 GMT
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান এবং মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি বুলবুল ইসলাম বলেন, “রাজশাহী মেট্রোপলিটন মতিহার থানার ২০২০ সালের অক্টোবর মাসের ১২ তারিখের একটি অপহরণ ও সম্প্রতি উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় আনোয়ারুল ইসলাম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিমকে উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাতক এই দুই নেতাকে মহিমাগঞ্জ বাজার এলাকার সমবায় মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় আসামিদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।”
আরো পড়ুন:
টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আ.
লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে আ.লীগের লিফলেট বিতরণের চেষ্টা, আটক ১
তিনি আরো বলেন, “গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”
ঢাকা/বাদল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর ল ইসল ম আওয় ম
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//