বাকি পারিশ্রমিকের ২৫ শতাংশ শোধ করল রাজশাহী
Published: 3rd, February 2025 GMT
বিসিবির নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর সময় ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা। ২৫ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন ও টুর্নামেন্ট শেষে শোধ করার কথা বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক। অথচ নিজেদের টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও দুর্বার রাজশাহী মাত্র ২৫ শতাংশ পারিশ্রমিক শোধ করেছিল।
যে কারণে সোমবার দুর্বার রাজশাহীর স্বত্তাধিকারী শফিকুর রহমানকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে নিজের ভুলের কথা স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে ২৫ শতাংশ করে বাকি পারিশ্রমিক শোধ করবেন এমন আশ্বাস দিয়েছেন।
কথা মতো, আজ (৩ ফেব্রুয়ারি) খেলোয়াড়দের বাকি থাকা পারিশ্রমিকের ২৫ শতাংশ শোধ করেছে দুর্বার রাজশাহী। সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এই তথ্য।
এবারের বিপিএলকে সবচেয়ে বিতর্কিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের শুরুতে কোন পারিশ্রমিক দেয়নি তারা। টুর্নামেন্টের মাঝপথে ২৫ শতাংশ পারিশ্রমিক দিলেও চেক বাউন্স করেছিল। এরপর ক্যাশে শোধ করা হয় ২৫ শতাংশ পারিশ্রমিক। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষাংশে আরও ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেয়। তবে বাউন্স করে তাও।
পারিশ্রমিক না পেয়ে কয়েকজন বিদেশি ক্রিকেটার হোটেল ছাড়তে পারছিলেন না। এছাড়া টুর্নামেন্টের মধ্যে হোটেল ভাড়া না দেওয়া, ক্রিকেটারদের দৈনিক ভাতা না দেওয়ার খবর বিতর্কের সৃষ্টি করে। টুর্নামেন্ট শেষে অভিযোগ পাওয়া গেছে, বাস ভাড়াও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে ক্রিকেটারদের কিট ব্যাগ রেখে দিয়েছেন বাস চালক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ