খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা মশিউর রিমান্ডে
Published: 3rd, February 2025 GMT
ছয়বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে বিএনপি নেতাকর্মীদের আহত করার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মশিউর রহমানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো.
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় শোনার জন্য খালেদা জিয়া ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে সেখানে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। রিমান্ডে যাওয়া মশিউর রহমান এ মামলায় ৫৫নং এজাহারনামীয় আসামি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।