১২ বছর পর সান্তোসে ফিরে ম্যাচসেরা নেইমার
Published: 6th, February 2025 GMT
নেইমারের মতো তারকার প্রয়োজন ফুরিয়ে যায়নি এখনো। তিনি চাইলেই ইউরোপ কিংবা আমেরিকার কোনো ক্লাবে যোগ দিতে পারতেন। কিন্তু তিনি সেগুলোর পেছনে না ছুটে, ছুটতে শুরু করেছেন স্বপ্নের পেছনে। যে স্বপ্নের ক্যানভাস অনেক বড়। তাইতো ইউরোপ কিংবা আমেরিকার মোহ উপেক্ষা করে এক যুগ পর ফিরে গেছেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানে বুধবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সান্তোসে প্রত্যাবর্তনের অভিষেক হয় তার। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন তিনি।
অবশ্য তার ফেরার ম্যাচে জয় পায়নি সান্তোস। ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোটফোগোর বিপক্ষের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বনটেম্পোর পরিবর্তে মাঠে নামেন নেইমার। তখন উভয় দলের ভক্ত-সমর্থকরা করতালি দিয়ে নেইমারকে মাঠে স্বাগত জানায়। যদিও মাঠে নেমে প্রথমবার বলের স্পর্শ পান বাজেভাবে। বিপক্ষ দলের খেলোয়াড়ের ক্লিয়ার করা বল গিয়ে আঘাত করে নেইমারের নিম্নাঙ্গে। তিনি লুটিয়ে পড়েন মাঠে।
আরো পড়ুন:
সান্তোসে আবেগী প্রত্যাবর্তন নেইমারের
সমঝোতায় আল-হিলাল ছাড়লেন নেইমার, যাচ্ছেন কোথায়?
এরপর অবশ্য বাকি সময় বেশ ভালো খেলেন। বেশ কিছু আক্রমণ শানান। গোলপোস্টের দিকে তিনি পাঁচটি শট নেন। যদিও প্রথমার্ধ সান্তোস শেষ করেছিল ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। কিন্তু নেইমার নামার পর ৬৭ মিনিটে তারা একটি গোল হজম করে। অবশ্য ৭১ মিনিটে বোটাফোগো এসপির ওয়াল্নি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় তারা দশজন নিয়ে খেললেও গোল আদায় করে নিতে পারেনি নেইমারের দল। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সান্তোস। আর প্রত্যবর্তনের ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান বার্সেলোনা ও পিএসজির সাবেক স্ট্রাইকার।
সান্তোস ৭ ম্যাচের ২টিতে জিতে, ২টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সান্তোস। অন্যদিকে ৭ ম্যাচের ৪টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে বোটাফোগো আছে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) পরের ম্যাচে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নভোরিজনতিনোর মুখোমুখি হবে সান্তোস।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার
ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।
আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।
বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।
অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।
আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।