ঝিনাইদহের কালীগঞ্জে ‘স্ট্যাচু অব ফ্রিডম’-এ ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নামিয়ে আগুন ধরিয়ে দেয়।  

বৃহস্পতিবার রাত ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এই ভাঙচুর চালায়। 

উল্লেখ্য দেশে সবচেয়ে উঁচু স্থানে বসানো শেখ মুজিবের ম্যুরাল ছিল এটি।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর ম্যুরালটি বারবাজার শহরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ বলেন, ‘‘খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না।’’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘রাতে ছাত্র-জনতা ম্যুরাল ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’’

উল্লেখ্য উপজেলার শমশেরনগরে ১২৩ ফুট উঁচুতে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করেন আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের। তিনি এর নাম রাখেন ‘স্ট্যাচু অব ফ্রিডম’।

সোহাগ//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত র জনত

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ