পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, ক্লিন এবং বিডাব্লিউজিইইডি এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে এক প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নবায়নযোগ্য শক্তির প্রসার এবং এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে পরিবেশবিদ, সমাজকর্মী, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশ নেন এবং স্লোগান দেন "জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তিই আমাদের ভবিষ্যৎ!

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় এ প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তারা এলএনজি আমদানির ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়ে আলোকপাত করেন।

সমাবেশের আহ্বায়ক পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি -এর চেয়ারম্যান মোহাম্মদ হোসন বলেন, এলএনজি আমদানি বন্ধ করতে এবং বাংলাদেশকে পরিবেশবান্ধব শক্তির দেশে পরিণত করতে আমাদের একযোগে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শক্তির বাংলাদেশ গঠন করা এখন সময়ের দাবি। আমরা যদি এখনই পদক্ষেপ নিই, তবে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো।

পরবর্তী পদক্ষেপ এই সমাবেশ ও প্রচারণা শুধু নারায়ণগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং সারা দেশে নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান,  এলএনজি আমদানি বন্ধের এই আন্দোলন আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে এবং পরিবেশ রক্ষায় একযোগে কাজ করা হবে।

অন্যান্য বক্তারা বলেন, এই জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর এবং অর্থনৈতিকভাবে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এলএনজি পোড়ানোর ফলে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড এবং মিথেন নিঃসৃত হয়, যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। পাশাপাশি, এলএনজি-নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় জনগণের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, বাংলাদেশে সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশব্যাপী সঠিক পরিকল্পনার মাধ্যমে সৌর ও বায়ু শক্তি ব্যবহার করে টেকসই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে শুধু বিদ্যুৎ সংকট সমাধানই হবে না, বরং আমদানি নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এর মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ কমিটির সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের সভাপতি এম এ মহিন, ইমরানসহ আরও অনেকে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ র আমদ ন

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আড়াইহাজারে সেপটি ট্যাংকির ঝুঁকি ও করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈইলার কান্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড কার্যালয়ের সামনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আয়োজন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন- ২ ।

উক্ত প্রশিক্ষণে আড়াইহাজার এলাকায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এবং সচেতনার মাধ্যমে সেফটি ট্যাংকির দূর্ঘটনার মোকাবেলা করে জীবন রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ নেন।

 প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি । এই সময়  নারায়ণগঞ্জ জোন-২ এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: রবিউল হাসানসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক বাছেদ বলেন, নতুন এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আমরা চাই এই ধরণের প্রশিক্ষণ সবাইকে দেওয়া  হোক।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • আন্তর্জাতিক দর যাচাই করে আমদানি হচ্ছে এলএনজি
  • পিটার হাস কোন কোম্পানিতে আছেন, ভালো করে জানি না: অর্থ উপদেষ্টা
  • আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা