পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, ক্লিন এবং বিডাব্লিউজিইইডি এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে এক প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নবায়নযোগ্য শক্তির প্রসার এবং এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে পরিবেশবিদ, সমাজকর্মী, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশ নেন এবং স্লোগান দেন "জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তিই আমাদের ভবিষ্যৎ!

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় এ প্রচারাভিযান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তারা এলএনজি আমদানির ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়ে আলোকপাত করেন।

সমাবেশের আহ্বায়ক পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি -এর চেয়ারম্যান মোহাম্মদ হোসন বলেন, এলএনজি আমদানি বন্ধ করতে এবং বাংলাদেশকে পরিবেশবান্ধব শক্তির দেশে পরিণত করতে আমাদের একযোগে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শক্তির বাংলাদেশ গঠন করা এখন সময়ের দাবি। আমরা যদি এখনই পদক্ষেপ নিই, তবে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো।

পরবর্তী পদক্ষেপ এই সমাবেশ ও প্রচারণা শুধু নারায়ণগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং সারা দেশে নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান,  এলএনজি আমদানি বন্ধের এই আন্দোলন আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে এবং পরিবেশ রক্ষায় একযোগে কাজ করা হবে।

অন্যান্য বক্তারা বলেন, এই জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর এবং অর্থনৈতিকভাবে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এলএনজি পোড়ানোর ফলে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড এবং মিথেন নিঃসৃত হয়, যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। পাশাপাশি, এলএনজি-নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় জনগণের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

তারা আরও বলেন, বাংলাদেশে সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশব্যাপী সঠিক পরিকল্পনার মাধ্যমে সৌর ও বায়ু শক্তি ব্যবহার করে টেকসই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে শুধু বিদ্যুৎ সংকট সমাধানই হবে না, বরং আমদানি নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এর মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ কমিটির সহ-সভাপতি ফজলুল হক ভূইয়া, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের সভাপতি এম এ মহিন, ইমরানসহ আরও অনেকে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ র আমদ ন

এছাড়াও পড়ুন:

আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় বিএনপি ) সহ-সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

‎‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

‎‎লিফলেট বিতরণ কালে রাকিবুল ইসলাম রাকিব বলেন দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের যারা মাঠে ছিলেন এবং হামলা মামলা সময় নেতাকর্মীদের পাশে ছিলেন ও জনগণের সাথে যাদের সম্পর্ক আছে দল তাকে মূল্যায়ন করবে।আপনার জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য কাজ করেন। তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরেন।

‎‎গনসংযোগ কালে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন,সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা,  সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু, ইয়ামিন বিশনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনউদ্দিন, যুবদল নেতা নুরুল ইসলাম  জুয়েল,সাইজুদ্দিনসহ অসংখ্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ