বিকেএসপি কাপ টেবিল টেনিসে রানার্সআপ যবিপ্রবি
Published: 11th, February 2025 GMT
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় সিঙ্গেল ইভেন্টে ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পাঁচ সেটের খেলায় ৩-২ ব্যাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রার্নাসআপ হয়।
টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ যবিপ্রবি থেকে অংশগ্রহণকারী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন বলেন, “রানার্সআপ হতে পেরে ভালো লাগছে। তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরো ভালো লাগতো। আগামীতে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।”
টুর্নামেন্টে যবিপ্রবির কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো.
তিনি বলেন, “আমাদের ছেলে-মেয়েরা অনেক ভালো খেলেছে। এজন্য তাদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে যদি এ রকম আরও সুযোগ পায়, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো করার চেষ্টা করব।”
ঢাকা/ইমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।