দেম্বেলের জোড়া গোলে শেষ ষোলোর পথে পিএসজি, জিতেছে জুভেন্টাস–ডর্টমুন্ডও
Published: 12th, February 2025 GMT
‘পুঁচকে’ ব্রেস্তের সামনে স্বদেশি পরাশক্তি পিএসজি। চমক দেখিয়ে প্লে–অফ পর্বে জায়গা করে নিলেও ব্রেস্তের কোচ ভালো করেই জানেন পিএসজিকে হারিয়ে শেষ ষোলোয় নাম লেখানো তাঁর দলের পক্ষে ‘মিশন ইমপসিবল’।
কিন্তু অসম্ভবকে সম্ভব করাই যাঁর কাজ, সেই টম ক্রুজের সহায়তা নিয়ে যদি কিছু করা যায়! তাই ব্রেস্ত কোচ এরিক রয় হলিউড অভিনেতার প্রসঙ্গ টেনে মজা করে বলেছিলেন, ‘আমরা টম ক্রুজকে প্যারিসে দেখেছি। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।’
পেলেই বা কী হতো, প্রতিপক্ষ দলে যদি ফর্মের তুঙ্গে থাকা দেম্বেলে থাকেন! ২০২৫ সালের শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দেওয়া দেম্বেলে এই রাতেও ব্রেস্তের জাল খুঁজে নিলেন দুবার। এর আগে ভিতিনিয়া প্রথম গোলটা করেছেন পেনাল্টি থেকে। ব্রেস্তকে তাদেরই মাঠে ৩–০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে তাই অনেকটাই এগিয়ে গেল পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নদের সহজ জয়ের রাতে স্পোর্তিং লিসবসকে হারিয়েছে একই ব্যবধানে হারিয়েছে জার্মান পরাশক্তি ও চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড। হাসি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাসও। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন বিপক্ষে তুরিনের বুড়িদের জয়টা ২–১ গোলে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ের সংস্কারে একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিন। আর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো লিখিতভাবে নির্বাচিত পার্লামেন্টে উপস্থাপন করুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বাইরে যাবে।
শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকের প্রয়োজন কমেনি। বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশে সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ।