আজ টিভিতে যা দেখবেন (১২ ফেব্রুয়ারি ২০২৫)
Published: 12th, February 2025 GMT
আজ সারা দিনে আছে তিনটি ওয়ানডে ম্যাচ। রাতে মার্সিসাইড ডার্বি ও চ্যাম্পিয়নস লিগ।১ম ওয়ানডে????
শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া
সকাল ১০–৩০ মি. ????সনি স্পোর্টস টেন ৫
ভারত–ইংল্যান্ড
দুপুর ২টা ????স্টার স্পোর্টস ২ ও টি স্পোর্টস
পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা
বিকেল ৩টা ????সনি স্পোর্টস টেন ১ ও পিটিভি স্পোর্টস
রাজস্থান–বিগ বয়েজ
বিকেল ৪–৩০ মি.
হরিয়ানা–ছত্তিশগড়
সন্ধ্যা ৭–৩০ মি. ????সনি স্পোর্টস টেন ৩
এভারটন–লিভারপুল
রাত ১–৩০ মি. ????স্টার স্পোর্টস সিলেক্ট ১
ক্লাব ব্রুগা–আতালান্তা
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ২
ফেইনুর্ড–এসি মিলান
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ১
এএস মোনাকো–বেনফিকা
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৫
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস ট ন
এছাড়াও পড়ুন:
‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।