এবারের স্বাধীনতা দিবসে বিভিন্ন কারাগারে থাকা ১৭ কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্দিদের মধ্যে সবাই ইতোমধ্যে সাজার মেয়াদের অর্ধেক শেষ করেছেন এবং তারা প্রায় সবাই গুরুতর অসুস্থ। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা তাদের মুক্তির সুপারিশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

মন্ত্রণালয়ের কারাগার উইং জানিয়েছে, স্বাধীনতা দিবসে চলতে-ফিরতে অক্ষম ও কারাগারে সদাচরণ করা মোট ১৭ জনকে দেশের সাতটি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও কারা অধিদপ্তর এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বুধবার বলেন, স্বাধীনতা দিবসে লঘুদণ্ডে দণ্ডিত এবং অক্ষম কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়। কয়েদিরা হলেন– বরিশাল কারাগারের আনিসুর রহমান, কুমিল্লা  কারাগারের অলি মিয়া ও মমতাজ উদ্দিন, রাজবাড়ী কারাগারের মেহেদী হাসান, সিলেট কারাগারের মহিব উল্যাহ, খোরশিদ আলী, শাহীনুর আলম শাহীন, সুফি মিয়া, হবিব আলী, তেরা মিয়া ওরফে মুহিবুর, আনর আলী, শফিক মিয়া, বাদশা মিয়া ও কামাল আহমেদ, পাবনা জেলা কারাগারের আবুল কালাম, চট্টগ্রাম কারাগারের কবির হোসেন ও বগুড়া কারাগারের রফিকুল ইসলাম।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ