ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফারহানা ইয়াসমিন শিল্পী (৪৬) নামের এক স্কুল শিক্ষিকার।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বটতলী এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই স্কুল শিক্ষিকা বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের গ্রামের মৃত মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী। নিহত ফারজানা ইয়াসমিন শিল্পী দুই সন্তান রয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই শিক্ষিকা তার এক আত্মীয়র সঙ্গে মোটরসাইকেল যোগে উজানচর থেকে বাঞ্ছারামপুর আসার পথে বাঞ্ছারামপুর হোমনা সড়কের পূর্ব বাঞ্ছারামপুরের বটতলী মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, আমি শুনেছি ফারজানা ইয়াসমিন শিল্পী বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আমাদের বিদ্যালয় তার মতো একজন মেধাবী শিক্ষককে হারিয়ে গভীর শোকাহত। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চালক পলাতক থাকায় ট্রাকের নিরাপত্তার জন্য থানায় এনে ট্রাকটি রাখা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ