রাজধানীর ইসলামবাগের কামালবাগে গতকাল শনিবার বিকেলে প্লাস্টিক ও পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোয়া ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয়রা জানান, দোতলা টিনশেডের নিচতলায় একাধিক কারখানা এবং দোতলায় লোকজন বাস করত। বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া বের হয়। আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদে অবস্থান নেন। কারখানায় বিপুল পরিমাণ প্লাস্টিকদ্রব্য ছিল।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পলাশী ও হাজারীবাগ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট একসঙ্গে পাঠানো হয়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবনের নিচতলায় প্লাস্টিক ও পলিথিনের কারখানা ছিল। আশপাশে আছে আবাসিক ভবন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, কেউ বলছে কারখানা থেকে, কেউ বলছে আবাসিক ভবন থেকে আগুন লেগেছে। আসলে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 
এদিকে ইসলামবাগের পর রাতে রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি (ইটিভি) ভবনের নিচ তলায় পেয়ালা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ইটিভিতে থাকা লোকজন আতঙ্কে ছাদে ওঠে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ইটিভি ভবনের নিচ তলার পেয়ালা কফি হাউজে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ৫৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভবন র ইউন ট

এছাড়াও পড়ুন:

খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’

খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের নদী ভাঙনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দেলুপি’ সিনেমা। আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে এটি। এদিন নগরীর খালিশপুরের লিবার্টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। ১৪ নভেম্বর থেকে ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। 

এর আগে ৫ নভেম্বর, সিনেমাটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে বেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে সিনেমাটির দৃশ্যধারনের কাজ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

তার প্রথম সিনেমা ‘দেলুপি’। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে এর শুটিং হওয়ায় এবং এর অভিনেতা ও অভিনেত্রীরা খুলনা অঞ্চলের হওয়ায় আগামী ৭ নভেম্বর সিনেমাটি খুলনায় মুক্তি পাবে। ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। সিনেমার ট্রেইলার, টিজার, গানও প্রচারিত হচ্ছে। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রামের গল্প বলেছেন বলে জানান পরিচালক মোহাম্মদ তাওকীর।

খুলনায় নানাভাবে সিনেমাটির প্রচারের পরিকল্পনা করেছেন পরিচালক মোহাম্মদ তাওকীর। তার ভাষায়, “আরো বেশ কিছুদিন খুলনায় সিনেমাটির প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে—সারা শহরে চিকা মারা, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ নভেম্বর প্রিমিয়ার, লিবার্টি সিনেমা হল সাজিয়ে দর্শকদের জন্য প্রস্তুত করা, ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রচার ছাড়াও নানা ধরণের কর্মসূচি। একই সঙ্গে খুলনার ৪টি উপজেলায় স্পেশাল শোয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৮ ও ৯ নভেম্বর বটিয়াঘাটা উপজেলা এবং ১০ নভেম্বর দাকোপ উপজেলা, ১১ নভেম্ব পাইকগাছা উপজেলা ও ১২ নভেম্বর ডুমুরিয়া উপজেলা সদরে প্রদর্শিত হবে।”

‘দেলুপি’ সিনেমার অভিনয়শিল্পীরা খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমাটিতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ অনেকে।

ঢাকা/নুরুজ্জামান/শান্ত

সম্পর্কিত নিবন্ধ