নব্বই দশকের রূপালি পর্দার পরিচিত মুখ শিবা আকাশদীপ। সালমান-অক্ষয়সহ সেই সময়ের জনপ্রিয় আরও নায়কের বিপরীতে দেখা গেছে তাঁকে। তবে নব্বই পরবর্তী সময়ে সেভাবে আর আলোচনায় আসতে দেখা যায়নি তাঁকে। অভিনয় থেকে দূরে থাকলেও সাম্প্রতি বলিউডের পুরনো কথা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।

১৯৯১ সালে সুনীল দত্তর পরিচালনায় ‘ইয়ে আগ কাব বুজেগি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন শিবা। এই সিনেমায় সুনীল দত্ত এবং রেখাও ছিলেন।

বিনোদন মাধ্যম পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে অতীতে অভিনেত্রীদের সঙ্গে হওয়া অবিচার নিয়ে মুখ খুলেছেন শিবা।

অভিনেত্রী বলেন, ‘এখন যুগ বদলেছে। আমাদের সময় নায়িকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তাদের প্রেমিক থাকা চলবে না, থাকলে কাজ পাওয়া খুব মুশকিলের ব্যাপার ছিল। তখন তো প্রযোজকরা শর্ত দিতেন, অভিনেত্রী হতে গেলে বিয়ে করা যাবে না। মা হওয়া তো দূরের প্রসঙ্গ।’

তিনি আরও বলেন, ‘নায়িকারা পর্দায় যে নায়কের সঙ্গে রোম্যান্স করছেন তা যেন আসল মনে হয়। যা নাকি বাস্তবে অন্য কারওর সঙ্গে সম্পর্কে থাকলে হবে না। এমন সব অদ্ভূত দাবি করতেন প্রযোজকরা। তার মধ্যেও লড়াই করে অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের সাধুবাদ জানাই।’

২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’। করণ জোহরের পরিচালিত এই সিনেমায় একটি ছোট্ট চরিত্রে অভিনয় ফের শিরোনামে আসেন শিবা। কারণ সিনেমার একটি দৃশ্যে তার গালে চুমু খেয়েছিলেন ৯০ বছরের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র! যে দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। নতুন করে আবার পর্দায় আলোচিত হন শিবা আকাশদীপ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ