বিসিবি সভাপতি হওয়ার পর ফারুক আহমেদ বেশ কিছু কাজ এগিয়ে নিয়েছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও আয়োজন করেছেন সাত দলের বিপিএল। দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু এবং বিতর্কিত কিছু ঘটনা ছাড়া একাদশ বিপিএল প্রশংসা কুড়িয়েছে। বিপিএলের টিকিট বিক্রি করে ১৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানান বিসিবি সভাপতি ফারুক। 

দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক ক্রিকেটারদের পরামর্শও নিচ্ছেন তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মতবিনিময় করবেন ফারুক। ১৫ জন সাবেক অধিনায়ক মতবিনিময়ে নিমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।

শফিকুল হক হিরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবালরা উপস্থিত থাকতে পারেন বৈঠকে। নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজারা নিমন্ত্রণ পাননি। 

এই মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে ফারুক বলেন, ‘ক্রিকেটের অগ্রগতি পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কিছু করতে হলে সবার কথা শুনতে হবে।’ সভা থেকে পাওয়া পরামর্শ বোর্ড পরিচালনায় কাজে লাগাতে চান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় কলেজছাত্রীর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় কলেজছাত্রী সানজিদা আক্তার তুলি (১৭) গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কামরুল সরদারের মেয়ে। 

বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিজ গ্রামে গায়ে কোরোসিন ঢেলে আগুন দেন তুলি। দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। তুলি তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।

প্রতিবেশীরা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে তুলি বাড়ির সামনে উঠানের শেষ প্রান্তে বসে নিজের শরীরে কেরোসিন দিয়ে ভিজিয়ে গ্যাস লাইটের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা খুলনায় রিকশা চালাতে গিয়েছিলেন।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে ৩০ স্কুলে চালু হলো ‌‘মিড ডে মিল’

রাজশাহী পলিটেকনিকে ৯ দিন ধরে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

গায়ে পুরোপুরি আগুন ধরে গেলে তার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স যোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, স্থানীয় মসজিদের ইমামকে তুলি একতরফা ভালোবেসেছিলেন। ওই যুবক তুলিকে পছন্দ করেননি। যার কারণে তিনি পালিয়ে যান। সেই কারণে হয়ত তুলি আত্মহত্যা করেছেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ