স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের পাতাকা না রাখার ব্যাখ্যা দিলো পাকিস্তান
Published: 17th, February 2025 GMT
লাহোরের গাদ্দাফি, রাওয়ালপিন্ডি ও করাচি জাতীয় স্টেডিয়ামের ছাদে সারি সারি পতাকা। সেখানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাওয়া সবগুলো দেশের পাতাকা থাকলেও নেই ভারত ও বাংলাদেশের। এমন ছবি ও ভিডিও ভাইরাল হয়। তাতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে মনে করছেন ভারত সেখানে খেলতে না যাওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে পাকিস্তান পাতাক না টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে। যেটা ক্রিকেট খেলার সঙ্গে যায় না।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন ভারতের পাতাকা টাঙানো হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে পিসিবি জানায়, আপনারা জানেন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে ভারত আসছে না পাকিস্তানে। সেক্ষেত্রে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির জাতীয় স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কেবল সেসব দেশের পতাকা টাঙানো হয়েছে যারা সেখানে খেলবে।
তাহলে বাংলাদেশের পাতাকা কেন রাখা হয়নি? সে বিষয়ে পিসিবির পক্ষ থেকে বলা হয়, প্রথমত, ভারত দল তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। দ্বিতীয়ত, বাংলাদেশ এখনও পাকিস্তানে এসে পৌঁছায়নি। তারা তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে দুবাইতে। সে কারণে অন্যান্য দেশের পাশে বাংলাদেশের পতাকাও টাঙানো হয়নি। এ পর্যন্ত যেসব দল পাকিস্তানে এসে পৌঁছেছে কেবল তাদের পতাকাই টাঙানো হয়েছে।
আরো পড়ুন:
৫ কোটির ‘ভিআইপি টিকিট’ বিক্রি করে পিসিবি প্রধান বসবেন সাধারণ বক্সে
শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন হারিস রউফ
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এর।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: রিসার্চ ইন্টার্ন
পদসংখ্যা: একাধিক
যোগ্যতা: অর্থনীতি বা ডেভলপমেন্ট ইকোনোমিকসে ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।
বেতন: ১৫,০০০ টাকা
আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল১০ ঘণ্টা আগেকর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ
৮ মে, ২০২৫।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫