রোজায় মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার অনুরোধ
Published: 17th, February 2025 GMT
আসন্ন রমজান ও গ্রীষ্মকালে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির (শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র) তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
এসব তদারকির জন্য সারা দেশে নিয়ন্ত্রণ দল গঠন করা হবে বলেও জানান তিনি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনে অংশ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘‘গ্রীষ্মে লোডশেডিং কমাতে সচিবালয়ে এসির ডিগ্রি ২৫-২৬ তে রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে রাখতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেবে বিদ্যুৎ মন্ত্রণালয়। একই চিঠি যাবে বাংলাদেশ ব্যাংকে। আর ধর্ম উপদেষ্টার মাধ্যমে মসজিদে এ নিয়ে বয়ান দেওয়ার অনুরোধ করা হবে।’’
ফাওজুল কবীর বলেন, ‘‘আসছে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ-এর কারণে যাতে সেচের সমস্যা না হয়, তা তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেচ কাজকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সঞ্চালন বাড়াতে চায় সরকার। শুধু সেচেই ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এটার ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ডিসিদের।’’
উপদেষ্টা আরো বলেন, ‘‘গ্যাস সংকট কাটাতে এলএনজি এবং কয়লা আমদানির সিদ্ধান্ত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের। এজন্য অর্থ ছাড় করতে চিঠি দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে।’’
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট মন ত র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ