Samakal:
2025-09-18@09:14:34 GMT

টি২০ দিয়ে মৌসুম শুরুর প্রস্তাব

Published: 18th, February 2025 GMT

টি২০ দিয়ে মৌসুম শুরুর প্রস্তাব

জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতিদের মতবিনিময় নতুন নয়। তবে অধিনায়কদের মতামত জানতে চেয়ে একসঙ্গে বসার ঘটনা নতুন। দেশের ক্রিকেটের বড় স্টেকহোল্ডারদের সঙ্গে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মতবিনিময় করেন সভাপতি ফারুক আহমেদ। মতবিনিময় সভা হলেও অলিখিত মিটিংও বলছেন কেউ কেউ। কারণ বিসিবি সভাপতি অধিনায়কদের কাছে বিপিএল, জাতীয় লিগ, ঢাকা লিগ, স্কুল ক্রিকেটের মানোন্নয়নে করণীয় সম্পর্কে পরামর্শ চেয়েছেন। অভিজ্ঞতার ঝুলি থেকে অধিনায়করাও নিজেদের মতামত দিয়েছেন। তাদের বেশির ভাগের চাওয়া টি২০ ক্রিকেট দিয়ে মৌসুম শুরু করা। আইএল টি২০ ও এসএ২০ লিগের সঙ্গে সংঘর্ষ এড়াতে বেশির ভাগের পরামর্শ বিপিএলের স্লট এগিয়ে আনার পক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বিপিএলের স্লট দেওয়া আছে ডিসেম্বর-জানুয়ারি। এই স্লট ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানান বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। তাই বিপিএল স্লট নভেম্বর-ডিসেম্বরে আনতে হলে নতুন করে আইসিসির অনুমোদন নেওয়ার ব্যাপার আছে। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানান, বিসিবি সভাপতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে স্লট নিয়ে কথা বলতে চান। 

তিনি বলেন, ‘ফারুক ভাই নিজেও একজন অধিনায়ক। তিনি আমাদের মতামতকে গুরুত্ব সহকারে নিয়েছেন। তিনি জানতে চেয়েছিলেন, কীভাবে বিপিএলকে ভালোভাবে পরিচালনা করা যায়। ঘরোয়া ক্রিকেটের অগ্রগতিতে পরামর্শ চেয়েছেন। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলেছি। ফারুক ভাই নোট নিয়েছেন। এ থেকে বোঝা যায়, অধিনায়কদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিপিএল ফোকাসে থাকার কারণ হলো– টুর্নামেন্টের মানোন্নয়ন করতে হলে স্লট এগোতে হবে। ভালোমানের বিদেশি ক্রিকেটার পেতে চাইলে আইএল টি২০ বা এসএ২০ লিগের স্লট এড়াতে হবে। কারণ, এ দুটি লিগে আইপিএলের তিন-চারটি দল খেলে। ওখানে টাকা বেশি, আইপিএলে খেলা বিদেশিদের একটা বাধ্যবাধকতা থাকে। এ ক্ষেত্রে বিপিএল ডিসেম্বরে করা গেলে ভালো। বিসিবি সভাপতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে অন্য বোর্ড সভাপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আশা করি, একটি সুন্দর সমাধান হবে।’ 

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন জানান, একাদশ বিপিএলের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেটা টুর্নামেন্টের শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষ দিকে এনসিএল টি২০ লিগ করার চিন্তা, অক্টোবরের ১৫ তারিখ থেকে জাতীয় লিগের খেলা। চার রাউন্ড হবে। বাকি তিন রাউন্ড হবে বিপিএল শেষে। এতে করে টেস্ট ক্রিকেটারদের লম্বা সময় বিরতি দিতে হবে না।’ বিপিএলকে আকর্ষণীয় করতে ছয়টি দল রাখার পরামর্শ দিয়েছেন অনেকে। অধিনায়কদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতির সঙ্গে মতবিনিময় সভায় গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক ও লিটন কুমার দাস সশরীরে উপস্থিত ছিলেন। খালেদ মাসুদ পাইলট, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান জুমে যুক্ত হয়েছিলেন। 

আশরাফুল নিজের মতামতে বলেছেন, ‘ফারুক ভাই জানতে চেয়েছিলেন, ঘরোয়া ক্যালেন্ডার কেমন হওয়ায় উচিত। আমাদের মৌসুম শুরু হয় চার দিনের ক্রিকেট দিয়ে। আমি মনে করি, মৌসুম শুরু হওয়া উচিত টি২০ দিয়ে। কারণ অক্টোবরে বৃষ্টির প্রভাব থাকে। চার দিনের ছয়টি ম্যাচের দুটি অন্তত খেলা হয় না। টি২০ দিয়ে শুরু হলে বৃষ্টি বন্ধ হলে খেলতে পারবে। এনসিএল টি২০ দিয়ে শুরু হলে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরাও খেলোয়াড় নির্বাচন করতে পারবে মাঠের পারফরম্যান্স দেখে। এ ছাড়া বলেছি, বিপিএল চলাকালে এক থেকে দেড়শ খেলোয়াড় ঘরে বসে থাকে। মুমিনুলের মতো খেলোয়াড় প্রায় ৪৫ দিন ঘরে বসে ছিল। অনেক কোচ আছে, যারা বিপিএলে দল পায় না। তাদের দিয়ে রাজশাহী বা বগুড়াতে বিসিবির তত্ত্বাবধানে আরেকটি টুর্নামেন্ট হতে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল দ র মত মত ট ২০ দ য় প এল র ব প এল

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ