গাইবান্ধার সদর উপজেলায় একটি চল্লিশা অনুষ্ঠানে ডাল খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরলেও এখনো শতাধিক ব্যক্তি গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী রিফাইতপুর গ্রামের বেলাল হোসেনের মায়ের চল্লিশা অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার পর এ ঘটনার সূত্রপাত হয়। 

স্বজনরা জানান, বেলালের বাড়িতে দাওয়াতে এলাকার এক হাজার মানুষ অংশ নেয়। সেখানে আটার ডাল খেয়ে রবিবার দিবাগত রাত থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় পরদিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে থাকেন। অসুস্থ হওয়া রোগীরা গাইবান্ধা জেনারেল হাসপাতাল, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরো পড়ুন:

পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ৪৫ জন

কুষ্টিয়া মেডিকেল কলেজের হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধা হাসপাতাল ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গাইবান্ধা হাসপাতালে ১২৪ জন ভর্তি হন। এর মধ্যে ৫১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

ঘটনাস্থল থেকে অল্প দূরে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেখানে ৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

রফিকুজ্জামান।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কয়েকজন জানান, আটার ডাল দিয়ে ভাত খাওয়ার পর রাত থেকে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হন। সেইসঙ্গে অনেকের বমি শুরু হয়। স্যালাইন দিয়েও স্বস্তি পাওয়া যাচ্ছে না। 

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান বলেন, মজলিসের আটার ডাল খেয়ে তারা অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ-উর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সদর হাসপাতালে ১৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। ফুলছড়িতে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন। সবাইকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় খাদ্যের নমুনা সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন দেবেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা রনি বলেন, একদিন আগের ঘটনা হওয়ায় খাদ্যের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। রোগীদের ক্লিনিক্যাল রিপোর্ট অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।

ঢাকা/মাসুম/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ য কমপ ল ক স ম ড ক ল কল জ সদর উপজ ল শত ধ ক হয় ছ ন হওয় য় ফ লছড়

এছাড়াও পড়ুন:

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিলু মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, “জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ

লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ