দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর
Published: 21st, February 2025 GMT
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর দুর্ঘটনার কবলে পড়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে সৌরভের গাড়ির কোনো ক্ষতি হয়নি।
ভারতীয় দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাড়ি বহরের সামনে থাকা একটি লরি হঠাৎ ব্রেক করায় দুর্ঘটনা ঘটে।
সৌরভের গাড়ি চালক যথাসময়ে ব্রেক করায় বেঁচে যায় দুর্ঘটনা থেকে। তবে বহরে থাকা পেছনের দুটি গাড়ির মধ্যে আচমকা ব্রেকের কারণে সংঘর্ষ হয়। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
আরো পড়ুন:
সৌরভ গাঙ্গুলির বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিলেন আমির খানকে
গাঙ্গুলির চোখে সেমিফাইনালে ফেভারিট ৫ দল
এদিন বর্ধমান ক্রীড়া সংস্থা সৌরভকে সংবর্ধনা দেয়। এ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ভাষণও দেন সৌরভ।
ভারতের সাবেক অধিনায়ক বলেন, “আমি আপ্লুত। খুব ভাল লাগছে বর্ধমানে আসতে পেরে। তার থেকেও খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ আসতে পেরে খুব ভাল লাগছে।”
“৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এই ভাবে জেলা থেকে খেলোয়াড় তুলতে হবে।“
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জিমেইলে পাসকি ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না। এ কারণে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন অনেকে। তবে চাইলেই জিমেইলের ‘পাসকি’ সুবিধা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।
পাসকি ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। আর তাই ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা স্মার্টফোনের স্ক্রিন লক ব্যবহার করে সহজে ও নিরাপদে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। পাসকি হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। পাসওয়ার্ডের মতো এটি লেখা বা শেয়ার করা যায় না, ফিশিং আক্রমণে চুরি করা সম্ভব নয় এবং তথ্য ফাঁসের ঝুঁকিও থাকে না। ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে। জিমেইলে পাসকি সুবিধা চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক।
জিমেইলে পাসকি সুবিধা চালুর জন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় অ্যাকাউন্টের পাসকি সাইন ইন পেজে প্রবেশ করতে হবে। এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য বর্তমান পাসওয়ার্ড লিখে ‘ক্রিয়েট আ পাসকি’ অপশনে আঙুলের ছাপ বা মুখের ছবি যুক্ত করতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ‘কনটিনিউ’ ক্লিক করার পর ব্রাউজার পাসকি ব্যবহারের অনুমতি চাইলে ‘অ্যালাউ’ নির্বাচন করতে হবে। পাসকি চালু হলে গুগলের যেকোনো সাইন ইন পেজে ই–মেইল ঠিকানা লেখার পর পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪প্রসঙ্গত, পাসকিতে ‘পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি’ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা সম্ভব হয় না।