দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর
Published: 21st, February 2025 GMT
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর দুর্ঘটনার কবলে পড়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে সৌরভের গাড়ির কোনো ক্ষতি হয়নি।
ভারতীয় দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাড়ি বহরের সামনে থাকা একটি লরি হঠাৎ ব্রেক করায় দুর্ঘটনা ঘটে।
সৌরভের গাড়ি চালক যথাসময়ে ব্রেক করায় বেঁচে যায় দুর্ঘটনা থেকে। তবে বহরে থাকা পেছনের দুটি গাড়ির মধ্যে আচমকা ব্রেকের কারণে সংঘর্ষ হয়। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
আরো পড়ুন:
সৌরভ গাঙ্গুলির বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিলেন আমির খানকে
গাঙ্গুলির চোখে সেমিফাইনালে ফেভারিট ৫ দল
এদিন বর্ধমান ক্রীড়া সংস্থা সৌরভকে সংবর্ধনা দেয়। এ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ভাষণও দেন সৌরভ।
ভারতের সাবেক অধিনায়ক বলেন, “আমি আপ্লুত। খুব ভাল লাগছে বর্ধমানে আসতে পেরে। তার থেকেও খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ আসতে পেরে খুব ভাল লাগছে।”
“৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এই ভাবে জেলা থেকে খেলোয়াড় তুলতে হবে।“
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...