রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাইয়ান জাবির (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মুশফিক (১৭) আহত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয় রাইয়ান ও মুশফিক। পথচারীরা তাদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যানে। পরে বন্ধুরা খবর পেয়ে রাইয়ানকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। শুক্রবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইয়ান।

নিহতের বন্ধু সাব্বির হোসেন জানিয়েছে, বিকেলে মুশফিক ও রাইয়ান মোটরসাইকেল নিয়ে হাতিরঝিলে ঘুরতে বের হয়। সেখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় তারা। পথচারীরা তাদেরকে মুগদা হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে গুরুতর আহত রাইয়ানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সাব্বির হোসেন জানায়, রাইয়ানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া গ্রামে। সে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম রেজাউল করিম। রাইয়ান বনশ্রী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানিয়েছেন, রাইয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ