বাংলাদেশের স্বাধীনতার রূপকার ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের (দাদা ভাই) ভাতিজী ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জাসদ গঠনের কাজ শুরু হয়েছে। স্বাধীনতা পরবর্তী বিরোধী দল হিসেবে জাসদ সৃষ্টি হয়েছিল। খণ্ড বিখণ্ড হয়ে দল আজকের অবস্থানে এসেছে। খণ্ডিত জাসদ নয়, সব গ্রুপকে এক করে আমরা ঐক্যবদ্ধ জাসদ গঠন করতে চাই। এজন্য তৃণমূল কর্মীদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মীরা এক হলে নেতারা এক হতে বাধ্য।

শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবে বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাসদের সব গ্রুপের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এই আয়োজন করেন ব্যারিস্টার ফারাহ খান।

সভায় জাসদ (ইনু), বাংলাদেশ জাসদ এবং জেএসডির নেতারা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার ফারাহ খান বলেন, জাসদ কোনো নেতার দল নয়, জাসদ কর্মীদের দল। কর্মীরাই সময়ের প্রয়োজনে নেতা তৈরি করেছেন। কিন্তু নেতারা ঐক্য ধরে রাখতে পারেনি। নেতৃত্বের জন্য দল ভেঙে টুকরো হয়েছে। আমরা প্রতিষ্ঠাতা নেতাদের মাথায় রেখে জাসদকে ঐক্যবদ্ধ করতে চাই। কর্মীরা এক হলে নেতারা কর্মীদের কথা শুনতে বাধ্য।

তিনি বলেন, আমাদের নেতারা কখনও শেখ হাসিনা, কখনও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে। আমরা অন্য দলের প্রতীক নিয়ে কোনো নেতাকে নির্বাচন করতে দেব না। আসুন এবার দলকে শক্তিশালী করি। ৬ মাস আমরা কর্মীরা ঐক্যবদ্ধ থাকি, কিছু করতে পারি কি না দেখি।

ফারাহ খান বলেন, সারাদেশে জাসদের হাজার হাজার কর্মী জেএসডি, জাসদ (ইনু), বাংলাদেশ জাসদের ব্যানারে রাজনীতি করছে। কিন্তু তৃণমূলের নিষ্ক্রিয় কর্মীরা এটা দেখতে চায় না। তারা ৭২ সালে প্রতিষ্ঠিত আগের মতো একটি শক্তিশালী দল গঠনে আগ্রহী। তারই অংশ হিসেবে খুলনা বিভাগে মতবিনিময় সভা হলো। একে একে দেশের সব বিভাগে এ ধরনের মতবিনিময় সভা হবে। সারাদেশ থেকে সাড়া পাওয়া যাচ্ছে। অচিরেই জাসদের সব নেতাকর্মী এক হয়ে শক্তিশালী দল হিসেবে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ১৪ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ জাসদের নতুন জন্ম হবে।

প্রবীণ জাসদ নেতা এম এ আউয়াল সভায় সভাপতিত্ব করেন। সভায় ঐক্য জাসদ গঠনের পক্ষে বক্তব্য রাখেন আ ফ ম মহসীন, এ টি এম মহব্বত আলী, গোলাম মোর্তজা, রফিকুল হক খোকন, আশেক ই এলাহী, ফকির শওকত, দিদারুল আলম, স ম রেজাউল, ইদ্রিস আলী, আব্দুল্লাহ বিশ্বাস, এম নিজাম উদ্দিন, মোস্তাকুজ্জামান, মো.

হাসান, মিরাজ হোসেন, ইমরান হোসেন, আরেফিন সুজন প্রমুখ।

এছাড়া ইউসুফ আলী ভূঁইয়া, সাংবাদিক শেখ আবু হাসান, আবু কাজী, ওয়াহেদুজ্জামান বুলু, মুনসুর আহমেদ, এম এ সবুর, আব্দুর রাজ্জাক মন্টুসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক জাসদ নেতা এ সভায় যোগ দেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ম দ র কর ম র

এছাড়াও পড়ুন:

‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন। 

তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। 

কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”

জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মুখের অবাঞ্ছিত লোম দূর  করতে ডায়েটে যে পরিবর্তন আনতে পারেন
  • অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
  • ‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান