আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে। ২০০৪ সালে চতুর্থ আসরে নিউ জিল্যান্ডের নাথান অ্যাসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন। এতোদিন সেটা ছিল চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) লাহোরে নাথানের ২১ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ বলে ১৭টি চার ও ৩ ছক্কায় ১৬৫ রানের ইনিংস খেলেন। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে তিনিই প্রথম ১৫০ উর্ধ্ব রানের ইনিংস খেললেন।

নাথানের আগে ২০০২ আসরে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার খেলেছিলেন ১৪৫ রানের ইনিংস। ২০০০ সালের আসরে ভারতের সৌরভ গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ১৪১ রান। আর ১৯৯৮ সালে উদ্বোধনী আসরে ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার খেলেছিলেন ১৪১ রানের ইনিংস।

আরো পড়ুন:

দ্রুততম ১১ হাজারে দ্বিতীয় রোহিত

ধ্বংসস্তুপে সেঞ্চুরির ফুল ফোটালেন তাওহীদ, জাকেরের লড়াই ও শামির রেকর্ড

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস:

খেলোয়াড় রান প্রতিপক্ষ ও সাল
বেন ডাকেট ১৬৫ অস্ট্রেলিয়া, ২০২৫
নাথান অ্যাসলে ১৪৫* যুক্তরাষ্ট্র, ২০০৪
অ্যান্ডি ফ্লাওয়ার ১৪৫ ভারত, ২০০২
সৌরভ গাঙ্গুলি ১৪১ দ.

আফ্রিকা, ২০০০
শচীন টেন্ডুলকার ১৪১ অস্ট্রেলিয়া, ১৯৯৮

 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র ন র ইন

এছাড়াও পড়ুন:

রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।

রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’

বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’

মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া